E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার প্রতিবাদে ফরিদপুরে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন

২০২৪ মার্চ ২০ ১৮:৪০:৩১
অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার প্রতিবাদে ফরিদপুরে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম কর্তৃক আইন বিভাগের ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‌

আজ বুধবার সকাল সাড়ে ১১ টায ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি প্রফেসর শিপ্রা রায় এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ‌লিগ্যাল এইড বাংলাদেশ ব্লাস্ট ফরিদপুর জেলা শাখার সভাপতি শিপ্রা গোস্বামী, বাম গণতান্ত্রিক জোট এর কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার, সদস্য রুমা সাহা সুফিয়া ইয়াসমিন।

এসময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মানববন্ধনে নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইয়াজ ইমরোজ অবন্তিকাকে উত্যক্ত কারী ও আত্মহত্যায় প্ররোচনাকারী শিক্ষার্থী ও শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, ‌যৌন নির্যাতন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ঘটনার সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ও জড়িয়ে পড়েছেন এটা খুবই দুঃখজনক। এই ঘটনা প্রমাণ করে ‌দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও নিরাপদ না। দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর কোন অবন্তিকাকে যেন এভাবে অকালে জীবন দিতে না হয়, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে সেই পরিবেশ তৈরি'র আহ্বান জানান মানববন্ধনটিতে অংশ নেওয়া বক্তারা।

(আরআর/এসপি/মার্চ ২০, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test