E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে শরণখোলায় সিডর দিবস পালন

২০১৪ নভেম্বর ১৫ ১৮:২৯:১৫
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে শরণখোলায় সিডর দিবস পালন

বাগেরহাট প্রতিনিধি : শোকর‌্যালি, স্মরণসভা, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও কাঙালী ভোজের মধ্যদিয়ে বাগেরহাটের শরণখোলায় ৮তম সিডর দিবস পালিত হয়েছে। মৃত্যুপূরী খ্যাত সাউথখালীতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (ইউডিএমসি) ও দক্ষিণ সাউথখালী সিডর দিবস উদ্যাপন কমিটি পৃথকভাবে এদিবসটি পালন করে। এছাড়া, নিহতের স্বজনরা ঘরে ঘরে কোরআনখানী ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার সকালে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে স্থানীয় তাফালবাড়ি বাজারে শোকর‌্যালি শেষে তাফালবাড়ি কলেজিয়েট স্কুল মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে ইউডিএমসি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় সিডরে নিহতদের স্মরণে বক্তব্য দেন কলেজ পরিচালনা পরষদের সদস্য ফরিদ খান মিন্টু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোশারেফ হোসেন, অধ্যাপক মশিউর রহমান ও রেড ক্রিসেন্ট’র ইউনিয়ন টিম লিডার এমদাদুল হক। বক্তব্য শেষে নিহতদের আত্মার মাগফিারত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া দক্ষিণ সাউথখালী আল-ফালাহ্ জামে মসজিদে আওয়ামী লীগ নেতা প্রভাষক আকন আলমগীর, শিক্ষক শহিদুল ইসলাম ও ইউপি সদস্য জাকির হোসেন নেতৃত্বে মসজিদে বিশেষ দোয়া ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।

২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ‘সিডর’ নামের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টি রুদ্রমুর্তি ধারণ করে উপকূলীয় বাগেরহাটের শরণখোলায় আঘাত হানে। এতে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। সেদিন সিডর কেঁড়ে নেয় সহস্রাধিক প্রাণ (সরকারি হিসাবে ৭০৯ জন)। প্রতিবছর ১৫নভেম্বর আসলে স্বজন হারাদের হৃদয় শোকে বিহ্বল হয়ে পড়ে। সেই থেকে প্রতিবছর শরণখোলাবাসী নানা আয়োজনের মধ্যদিয়ে এইদিনটিকে সিডর দিবস হিসেবে পালন করে আসছে।

(একে/এএস/নভেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test