E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি নেতার বিরুদ্ধে বিএনপির মানব বন্ধন

২০১৪ নভেম্বর ১৫ ২০:৪৪:৩১
বিএনপি নেতার বিরুদ্ধে বিএনপির মানব বন্ধন

নওগাঁ প্রতিনিধি : ওয়ান ইলেভেনে দল ভাঙ্গার ষড়যন্ত্রকারী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরোধিতাকারী নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক

ডা. ছালেক চৌধূরী কর্তৃক গঠণতন্ত্র বিরোধী এবং একক ভাবে ঘরে বসে পকেট কমিটি গঠনের অভিযোগ এনে শনিবার নওগাঁয় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নিয়ামতপুরের বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা।

নিয়ামতপুর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এর আয়োজন করে। শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে ঘন্টাকালব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করে তারা।

পরে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হুময়ুন কবির বাদল, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইচাহাক আলী, ভাবিচা ইউনিয়ন বিএনপির সভাপতি আল মামুন হক মামুন, বিএনপি নেতা জফির উদ্দীন, আলাউদ্দীন, সামসুল আলম, হাবিবুর রহমান, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে উপজেলা বিএনপির আহবায়ক ডা. ছালেক চৌধূরী ঘরে বসে পকেট কমিটি গঠন না করা এবং দলের নিয়মনীতি মোতাবেক স্বচ্ছতার মাধ্যমে উপজেলার সকল ইউনিয়নের কমিটির গঠন করার আহবান জানান।

পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বরাবর একটি স্মারকলিপি জেলা বিএনপির আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নুর মাধ্যমে প্রদান করেন। মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার বিএনপির নেতাকর্মীর অংশ গ্রহন করে।

(বিএম/এসসি/নভেম্বর ১৫,২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test