E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

২০২৪ মার্চ ২৪ ১৭:৩৪:২৪
ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের একটি স্কুলে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, কলম, পেন্সিল, স্কেল, ইরেজার, শার্পনার ইত্যাদি শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী মোল্যা ও রোটারী ক্লাব অফ ঢাকা ইষ্ট এর সৌজন্যে এমন আয়োজন করা হয়।

আজ রবিবার সকালে ফরিদপুর হাউজিং এটেষ্ট বিদ্যালয় চত্বরে ৩৬৭ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে উক্ত শিক্ষা উপকরণ বিতরন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

এসময় ডিসি উপস্থিত শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে, নিয়মিত স্কুলে যেতে, ও বাবা-মায়ের কথা মেনে চলতে পরামর্শ দেন। এছাড়া, শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করতে ও সবাইকে মানুষের মতো মানুষ হয়ে দেশের মানুষের সেবা করার আহবান জানান জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ইদ্রিস আলী মোল্যা, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত কুমার মিত্র, স্কুলটির গভানিংবডির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. এম, এ জলিল, মো. শাহীন চৌধুরী, মোস্তাফিজুর রহমান লাভলু প্রমুখ।

(আরআর/এসপি/মার্চ ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test