E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা 

২০২৪ মার্চ ২৫ ১৯:০০:৫৫
নড়াইলে কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা 

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ার কথিত সাংবাদিক বাবর আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছে। সম্রাট সার্জিক্যাল ক্লিনিক এর পরিচালক সোহেল তালুকদার মুক্ত বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেন। কালিয়া আমলী আদালতের বিচারক আমাতুল মোর্শেদা অভিযোটি গ্রহন করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। বাবর আলী (৩২) কালিয়া উপজেলার জয়পুর গ্রামের তারা মিয়া শেখের ছেলে।

গত রবিবার আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদী পক্ষের আইনজীবী বি এম ইকরামুজ্জামান পান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, সাংবাদিক পরিচয়ে গত ৭ই মার্চ ২০২৪ ইং সকাল ১১টার দিকে বাদীর ক্লিনিকে উপস্থিত হন বাবর আলী। এসময় ক্লিনিকে ভর্তি থাকা র“গীদের ছবি তোলে এবং বাদীর স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন কথা বলে বাদীকে, বাদীর ও সাক্ষীদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িত করার ভয় দেখিয়ে বাদীর স্ত্রী থেকে আশি হাজার টাকা দাবি করেন।

বাদীর স্ত্রীর কাছে টাকা না থাকায় আসামিরা বাদীর স্ত্রীকে মারপিট করার ভয় দেখায় বাদীর স্ত্রী তাদের ক্লিনিক এবং নিজেদেরকে রক্ষা করার জন্য আশেপাশের দোকান থেকে চেয়ে আসামির হাতে তৎক্ষণাৎ ২০ হাজার টাকা দিয়ে মারপিটের হাত থেকে রক্ষা পায়।

উক্ত ২০ হাজার টাকা নিয়ে ১ নং আসামি তার দলীয় লোকজন নিয়ে বাদীর স্ত্রীকে হুমকি দেয় যে, তাদেরকে আরও ৬০ হাজার টাকা না দিলে বা ঘটনার বিষয় কাউকে বললে বা ঘটনার বিষয় মামলা করলে বাদীর স্ত্রীকে, বাদীকে এবং তার লোকজনদের নামে মিথ্যা সংবাদ প্রচার করে তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী ও জব্দ করবে বলেও হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।

(আরএম/এসপি/মার্চ ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test