E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুধবার প্রদান করা হবে 'গ্র্যাজুয়েট স্বাধীনতা এওয়ার্ড ২০২৪'

২০২৪ মার্চ ২৬ ২০:৩৪:৩২
বুধবার প্রদান করা হবে 'গ্র্যাজুয়েট স্বাধীনতা এওয়ার্ড ২০২৪'

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার  ১৬ গুণীজন 'কৃতী সন্তানকে আগামীকাল ২৭ মার্চ বুধবার ঢাকায় ঘটা করে গ্র্যাজুয়েট স্বাধীনতা এওয়ার্ড-২০২৪" (Graduate Independence Award-2024) প্রদান করা হবে।

কাল বিকেল সাড়ে তিনটায় রাজধানী ঢাকার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠেয় জমকালো অনুষ্ঠানে 'প্রধান অতিথি' থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য জননেতা ফয়জুর রহমান বাদল।

নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পদক ও জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া ফুটবলার জনাব মো. জাকারিয়া পিন্টু, স্বাধীনতা পদক ও জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া ক্রিকেটার এএসএম রকিবুল হাসান, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর সদস্য সাবেক ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান, এডিশনাল পুলিশ কমিশনার (ডিটেকটিভ ব্রাঞ্চ) মোহাম্মদ হারুন অর রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

অনুষ্ঠানে এওয়ার্ড পেতে যাওয়া নবীনগরের গুণী ব্যক্তিরা হলেন- অধ্যাপক সিরাজুল ইসলাম (শিক্ষা), এম হুমায়ুন কবির (কূটনীতি), বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক সরকার (মুক্তিযুদ্ধ), ড. সালেহউদ্দীন আহমেদ (অর্থনীতি), শেখ সাদী খান (সঙ্গীত), গোলাম সারোয়ার টিপু (ক্রীড়া), কামরুন নাহার (তথ্য ক্যাডার), মোহাম্মদ সানাউল্লাহ লাবলু (সাংবাদিকতা), তুষার আব্দুল্লাহ (সাংবাদিকতা), মরনোত্তর: বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান (আগরতলা ষরযন্ত্র মামলার ১৬ তম আসামী)- মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা কাজী আকবার উদ্দীন সিদ্দিক(সাবেক এমপি)- মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন (সাবেক এমপি)- মুক্তিযুদ্ধ ওআইন, শাহজাহান সিদ্দিকী (বীর বিক্রম)- মুক্তিযুদ্ধ, এ.কে.এম আতিকুল ইসলাম (বীর প্রতীক)- মুক্তিযুদ্ধ, ড. আকবর আলী খান- মুক্তিযুদ্ধ ও অর্থনীতি এবং স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক নাট্যজন আলী যাকের (নাট্য ব্যক্তিত্ব)।

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ইমরুল কবির সুমন কাল যথাসময়ে সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

(জিডিএ/এএস/মার্চ ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test