E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারত থেকে অবৈধ পথে ফেরার সময় সাতক্ষীরা সীমান্তে চার বাংলাদেশী আটক

২০২৪ মার্চ ২৭ ১৪:০০:১৮
ভারত থেকে অবৈধ পথে ফেরার সময় সাতক্ষীরা সীমান্তে চার বাংলাদেশী আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারত থেকে অবৈধপথে ফেরার সময় সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে চার বাংলাদেশীকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের ইটাগাছা ঘোষপাড়ার মৃত নির্মল কুমার সরকারের ছেলে মোহন কুমার সরকার(৩৯), তার স্ত্রী অনামিকা সরকার(৩৫), প্রকাশ দাসের স্ত্রী সুষমিতা সরকার (২৭) ও তাদের চার বছরের শিশু সন্তান আবীর দাস।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি সদরের নায়েক সুবেদার মোঃ জহিরুল ইসলাম জানান, ভোমরা ক্যাম্পের একটি টহলদল মঙ্গলবার সন্ধ্যায় লক্ষীদাাঁড়ি সীমান্তে টহল দেওয়ার সময় অবৈধপথে ভারত থেকে দেশে ফেরার সময় এক শিশু ও দুই চারজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে দোল উৎসব উপলক্ষে তিন দিন আগে তারা ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তারা একই পরিবারের সদস্য।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে অঅটককৃত চারজনের নাম উল্লেখ করে পাসপোর্ট আইনের ১১(সি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে।

(আরকে/এএস/মার্চ ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test