E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চাঁদপুরে মেঘনায় অবৈধ বাল্কহেড চলাচল বন্ধে অভিযান, আটক ৯

২০২৪ মার্চ ২৭ ১৯:০৪:২৮
চাঁদপুরে মেঘনায় অবৈধ বাল্কহেড চলাচল বন্ধে অভিযান, আটক ৯

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরের মেঘনা নদীতে  বালুবাহী অবৈধ বাল্কহেড জাহাজ চলাচল বন্ধে অভিযান পরিচালনা করে ৯ জন সুকানি এবং শ্রমিককে আটক করেছে নৌ থানা ও ফাঁড়ি পুলিশ। 

বুধবার (২৭ মার্চ) সকালে মেঘনা নদীর বিভিন্ন স্থানে বাল্কহেডের কাগজপত্র যাচাই করে সার্ভে সনদ ঝুলিয়ে না রাখাসহ রেজিস্ট্রশন নম্বর প্রকাশ্যে স্থানে উৎকীরণ ও সুকানি যোগ্যতা সনদ না থাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুশিল সুপার মো. বেলায়েত হোসেন শিকদারসহ নৌ পুলিশ সদস্যরা।

আটক সুকানি ও শ্রমিকরা হলেন— সুকানি হুমায়ুন কবির (৩৬), শ্রমিক মো. আবু ছালেক (৪৮), আক্তার হোসেন (৩৫), মোস্তফা মিয়া (৩০), শাকিল আহমেদ (২৫), মো. কৈশব (৩০), মো. শফিকুল ইসলাম (৩০), মো. মহিউদ্দিন (৩৫), নাছির উদ্দিন (৫০)।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘আটক সুকানি ও শ্রমিকদের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশের বিভিন্ন ধারায় থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন বালা মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করেছেন।’ নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ কামরুজ্জামান এর নির্দেশে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই ওসি।

(ইউএইচ/এসপি/মার্চ ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test