E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে ১০৬ মণ ইলিশসহ নদীর বিভিন্ন মাছ জব্দ

২০২৪ মার্চ ৩০ ১৭:৫৬:০৭
চাঁদপুরে ১০৬ মণ ইলিশসহ নদীর বিভিন্ন মাছ জব্দ

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা সময়ে আহরিত ৪ হাজার ২শ’ ৫০ কেজি (১০৬.২৫ মণ) ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (৩০ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর হাইমচর ইশানবালা নামক স্থান থেকে ৪ হাজার ২৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ পরিবহনকালে ট্রলারসহ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ওই মাছের সাথে থাকা অসাধু ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পালিয়ে যায়। যে কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

জব্দ ট্রলারটি চাঁদপুর মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ইউএইচ/এসপি/মার্চ ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test