E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গীবাড়ীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেফতার

২০২৪ মার্চ ৩১ ১২:২১:১৪
টঙ্গীবাড়ীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেফতার

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট(এটিইউ)।

জানা যায়, শুক্রবার রাতে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ঐ ব্যক্তি বালিগাঁও মালবাড়ী'র মোঃ হাবিব মাল এর ছেলে শুভ মাল ওরফে বিল্লাল মাল(২৬)।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে এটিইউ'র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য শুভ মালকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে উদ্ধার করা হয় উগ্রবাদের কাজে ব্যবহৃত ১ টি অ্যাড্রয়েড ফোন, দুটি সিম কার্ড ও উগ্রবাদী কন্টেন্ট। গ্রেফতারকৃত শুভ মাল ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদকে পুঁজি করে বাংলাদেশের সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে নিজেদেরকে ও জনসাধারনকে সংগঠিত করার চেস্টা করে আসছিল। এ লক্ষ্যে সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য হয়ে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করে বিভিন্ন ভিডিও পোস্টের মাধ্যমে বক্তব্যে প্রচার করছিল। এছাড়াও সে ‘আনসার আল ইসলাম’র নেতা জসিমউদ্দীন রহমানীর উগ্রবাদী ছবি ও ভিডিও প্রচার করত। এবিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

(এনডি/এএস/মার্চ ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test