E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেফতার ১ 

২০১৪ নভেম্বর ১৬ ১৫:৩১:০০
বড়লেখায় অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেফতার ১ 

বড়লেখা (মৌলভীবাজার ) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা থেকে এক মাদ্রাসা ছাত্রী অপহরণের ঘটনায় থানায় মামলার প্রায় ৩ মাস পর অহৃতাকে ঢাকার মগবাজারের চেয়ারম্যান গলির একটি বাসা থেকে উদ্ধার ও অপহরণকারী রাহেল আহমদ লাভলু (২৫) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত লাভলু পৌর শহরের পাখিয়ালা গ্রামের মৃত আব্দুল মানিক পংকীর ছেলে।

বড়লেখা থানায় গত ১৪/৮/১৪ইং তারিখে অপহৃত মাদ্রাসা ছাত্রী ফারজানা তানজিম লিমার মা মনোয়ারা বেগম বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনের ৭/৩০ ধারায় ৪জনকে আসামী করে মামলা করেন। মামলা নং-১৮। লিমা পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসার এইচএসসি ১ম বর্ষের ছাত্রী ও সুজানগর বারোহালি গ্রামের ফয়জুর রহমানের মেয়ে। মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই মেহদী হাসান ১৫ নভেম্বর ভোর রাতে ঢাকার মগবাজারের চেয়ারম্যান গলির একটি বাসা থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেন।

বড়লেখা থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০/৮/১৪ইং তারিখে বিকেলে উপজেলার রতুলী বাজার এলাকা থেকে রাহেল আহমদ লাভলুসহ কয়েকজন মাদ্রাসা ছাত্রী লিমাকে অপহরণকরে। অপহরণের পর অপহৃতার মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনের ৭/৩০ ধারায় ৪জনকে আসামী করে মামলা বড়লেখা থানায় মামলা করেন। মামলার পর তদন্ত কর্মকর্তা বিভিন্ন জায়গায় একাধিকবার অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করতে পারেননি। ১৫ নভেম্বর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই মেহেদী হাসান অপহৃতা উদ্ধার ও অপগরণকারীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

(এলএস/এএস/নভেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test