E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেলদুয়ারে অবৈধ সীসা ফ্যাক্টরী উচ্ছেদ, ১ লক্ষ টাকা জরিমানা 

২০২৪ এপ্রিল ০২ ১৮:২৪:২৫
দেলদুয়ারে অবৈধ সীসা ফ্যাক্টরী উচ্ছেদ, ১ লক্ষ টাকা জরিমানা 

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এলাসিন ব্রীজ সংলগ্ন পুরাতন ব্যাটারী থেকে সীসা উৎপাদনকারী কারখানায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। 

আজ মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল ও দেলদুয়ার উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার এলাসিন ব্রিজের পাশে পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দেলদুয়ার উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ শাকিলা পারভীন ও সহকারী পরিচালক তুহিন আলমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে কারখানার স্থায়ী ও অস্থায়ী সকল স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

এ উচ্ছেদ অভিযান দেলদুয়ার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ সার্বিকভাবে সহযোগিতা করেন।

এ বিষয়ে অভিযানের প্রসিকিউটর হিসেবে দায়িত্বরত পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল এর পরিদর্শক মোতালেব হোসেন বলেন, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

(এসএম/এসপি/এপ্রিল ০২, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test