E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আসন্ন উপজেলা নির্বাচনে রাজবাড়ী সদরে সম্ভাব্য প্রার্থী যারা

২০২৪ এপ্রিল ০২ ১৮:৫২:১৯
আসন্ন উপজেলা নির্বাচনে রাজবাড়ী সদরে সম্ভাব্য প্রার্থী যারা

বিশেষ প্রতিনিধি : আসন্ন উপজেলা নির্বাচনে রাজবাড়ী সদরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে লড়বেন বলে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, রাস্তার মোড়ে মোড়ে ও হাট বাজারে নিজের ছবি দিয়ে উপজেলাবাসীর সেবা করার সুযোগ চেয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন সম্ভাব্য প্রার্থীরা। আবার ভোটার দের সাথে দেখা করতে মাঠে নেমেছেন অনেকেই।

লোকে মুখে ও রাস্তাঘাটের ফেস্টুন দেখে জানা গেছে; চেয়ারম্যান প্রার্থী হিসেবে জানান দিয়েছেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস,এম নওয়াব আলী। রাজবাড়ী সদরের বতর্মান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং রাজবাড়ী সরকারি কলেজের ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি রকিববুল হাসান পিয়াল। আলীপুর ইউপি'র সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান। এবং কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক এবং বিশিষ্ট জমি ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল কালাম আজাদ।

প্রার্থীতার বিষয়ে নিশ্চিত হতে এসএম নওয়াব আলীর ভাতিজা আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তার চাচা চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে লড়বেন বলে নিশ্চিত করেন। তিনি আরও বলেন, আমার চাচা তো রাস্তা-ঘাটে পোস্টার টাঙিয়েছেন এবং গ্রামগঞ্জে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে রকিববুল হাসান পিয়ালের সাথে কথা হলে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান। সেই সাথে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

প্রার্থিতা নিশ্চিতের ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শওকত হাসানের মুঠোফোনে ৩ বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি প্রচার প্রচারণা চালানো আবুল কালাম আজাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি চাকরি করি পাশাপাশি ব্যবসা করি, চাকরি আর ব্যবসা নিয়েই থাকতে চাই, চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করব না।

অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে জানান দেওয়া হলো জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ রাশেদুল হক (অমি)।

জেলা ছাত্র লীগের সহ সভাপতি নাহিদুল আলম রাজু, কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাড. ইয়াসির আরাফাত, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক, বিশিষ্ট ঠিকাদার গণেশ মিত্র, মোঃ শাহিন মোল্লা ও মোঃ রায়হান চৌধুরী রনি।

পোস্টার ও ফেষ্টুন দিয়ে জানান দেওয়া মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন- সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আলেয়া বেগম। সদর উপজেলা পরিষদের ও চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য মোছাঃ মর্জিনা বেগম এবং লুৎফুন নাহার মিতা।

(একে/এসপি/এপ্রিল ০২, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test