E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় আমগাছে শুয়োপোকা ঠেকাতে চাষিদের মানববন্ধন 

২০২৪ এপ্রিল ০৪ ১৬:২৭:৩১
সাতক্ষীরায় আমগাছে শুয়োপোকা ঠেকাতে চাষিদের মানববন্ধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মৌসুম শুরুর আগেই শুয়োপোকার আক্রমনে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরার বেশীরভাগ আমবাগান। চাষিরা অভিযোগ করছেন, কৃষি বিভাগের কর্মকর্তাদের গাফিলতি ও উদাসীনতায় ঠেকানো যাচ্ছে না শুয়োপোকার আক্রমন। 

বিষয়টির প্রতিকার দাবি করে মানববন্ধন করেছেন আশাশুনি উপজেলার আম চাষিরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আম চাষী মোঃ ইদ্রিস আলী।

মানববন্ধনে বক্তারা বলেন, শুয়োপোকার আক্রমন ঠেকাতে কৃষি বিভাগের দ্বারস্থ হলেও তারা কোনরকম সহযোগিতা না করে বিষয়টি এড়িয়ে গেছেন। সম্প্রতি আহাদ আলী নামের এক আম চাষীর ৫০ বিঘা জমির আমবাগান ক্ষতিগ্রস্ত হবার পর তিনি টেনশনে স্ট্রোক করে মারা যান। তারা এই শুয়োপোকা দমনে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- আম চাষি আব্দুর রাজ্জাক মোল্লা, এনতাজ আলী, মনিরুল ইসলাম, রমজান সরদার সহ আশাশুনি থেকে আগত আম চাষিরা।

(আরকে/এসপি/এপ্রিল ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test