E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকূপায় প্রধান শিক্ষকের ওপর হামলা

২০২৪ এপ্রিল ০৫ ১৭:১০:২১
শৈলকূপায় প্রধান শিক্ষকের ওপর হামলা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপায় ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে পরিমল কুমার বিশ্বাস নামের এক প্রধান শিক্ষকের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহতাবস্থায় ওই শিক্ষক মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার ভোররাতে উপজেলার যুগনী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষক স্থানীয় বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজং কমিটি গঠন করা নিয়ে গত কয়েকদিন ধরে স্থানীয় ইউপি সদস্য সুব্রত কুমার বিশ্বাস দীপক ও ব্রাক্ষণবাড়িয়া হাইওয়ে থানার ওসি যুগনী গ্রামের বাসিন্দা আকুল চন্দ্র বিশ্বাসের কর্মীসমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল ভোরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার বিশ্বাস জানান, গতরাতে আমি বাড়িতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করেই আমার নাম ধরে একদল ব্যক্তি ডাকতে থাকে। আমি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখতে পাই মুখ বাঁধা অবস্থায় ৭-৮ জনের সংঘবদ্ধ একদল আমাকে হুমকি দিতে থাকে এবার স্কুল কমিটির নির্বাচনে সভাপতি বানাবি ওসির স্ত্রী অপর্ণাকে। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি এটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। সেসময় তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। আমার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাঁরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন আমাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

এ সকল অভিযোগের বিষয়ে ব্রাক্ষণবাড়িয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে শৈলকূপা থানার পরিদর্শক(তদন্ত) রিয়াজুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এসপি/এপ্রিল ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test