E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কুমিল্লায় জমজমাট ঈদের কেনাকাটা

২০২৪ এপ্রিল ০৫ ১৭:৪৭:৫৬
কুমিল্লায় জমজমাট ঈদের কেনাকাটা

আব্দুল্লাহ আল মাসরুফ, কুমিল্লা : কুমিল্লার মার্কেট গুলোতে জমে উঠছে ঈদের কেনাকাটা। ক্রেতাদের আনাগোনা চোখে পড়ছে বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত। দোকানপার্ট গুলো'তে দিন দিন বাড়ছে ভিড়। ঈদকে সামনে রেখে প্যান্ট-শার্ট, পাঞ্জাবি-পায়জামা, থ্রি-পিস, সালোয়ার-কামিজ, শাড়ি-কাপড় এবং ছোটদের বাহারি ডিজাইনের পোশাকসহ নানা কালেকশন নিয়ে বসেছেন নগরীর ছোট-বড় সব শপিংমলের বিক্রেতারা।  

সাথে সাথে জমে উঠেছে নগরীর কান্দিরপাড়ের চারপাশের ফুটপাতগুলোও। শহর ঘুড়ে দেখা যায় ব্যাপক জনসমাগম হচ্ছে ফুটপাতের দোকানগুলো তেও। ক্রেতা-বিক্রেতার মধ্যে চলছে দরদাম। পছন্দের পণ্য কিনে নিচ্ছেন ক্রেতারা।

বন্ধুদের সাথে ঈদের কেনাকাটা করতে আসা সফিকুল ইসলাম সাকিব বলেন, পাঞ্জাবির কালেকশনে খুব একটা ভিন্নতা নেই। ব্রান্ডের শপ গুলো'তে মান অনুযায়ী দাম একটু বেশি মনে হচ্ছে। বেশিরভাগ ই মধ্যবিত্ত'দের নাগালের বাহিরে।

দাম বেশি নিয়ে এক পোশাক ব্যবসায়ী নাফিউল হাসান বলেন, আমাদের কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে, তাই বিক্রিও বেশি দামে করতে হচ্ছে। তবে, ক্রেতাদের সাধ্যের মধ্যেই আমরা দাম রাখার চেষ্টা করছি।

ক্রেতাসাধারণের নির্বিঘ্নে ক্রয়ের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক বিভাগ।

(এএএম/এসপি/এপ্রিল ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test