E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশের জালে আন্ত: জেলা ডাকাত দলের ৪ সদস্য

২০২৪ এপ্রিল ০৬ ১৪:১১:০৪
পুলিশের জালে আন্ত: জেলা ডাকাত দলের ৪ সদস্য

নড়াইল প্রতিনিধি : ঈদ উৎসব যতই ঘনিয়ে আসছে ততই সক্রিয় হয়ে উঠছে অপরাধীরা। নড়াইলে আসন্ন ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ০৪ (চার) জন সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে নড়াইল জেলা পুলিশের হাতে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২.৩০ টার সময় নড়াইল পৌরসভার উজিরপুর কাড়ার বিল বটতলা এলাকা থেকে তাদেরকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে নড়াইল সদর থানা এলাকায় পুলিশের মোবাইল ডিউটি চলাকালীন সময় এসআই নরোত্তম বিশ্বাস ও এএসআই সাহেব আলী সঙ্গীয় ফোর্সসহ জানতে পারেন, নড়াইল পৌর শহরের ০৭নং ওয়ার্ডের মাছিমদিয়া ধোপাখোলা মোড় হতে লোহাগড়াগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বের জনৈক মৃত রায়হান মোল্যার উচু ভিটা জমির আম বাগানের মধ্যে ৮/৯ জন ডাকাত একত্রিত হয়ে এলাকায় ডাকাতির জন্য প্রস্ততি নিচ্ছে।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। এরপর পুলিশের আভিযানিক টিম ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাগানের মধ্যে হতে অজ্ঞাতনামা ৮/৯ ডাকাত দৌড়ে মহাসড়কের ওপর অপেক্ষমান একটি ট্রাকে উঠে পড়লে ট্রাক ড্রাইভার দ্রুত ট্রাক চালিয়ে লোহাগড়ার দিকে পালিয়ে যায় । এ-সময় পুলিশের হাক ডাক ও বাঁশির শব্দে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসলে সংগীয় অফিসার, ফোর্স ও স্থানীয় লোকজনের সহযোগিতায় বাগানের মধ্য থেকে ডাকাতি কাজে ব্যবহৃত আলামত সহ ১। মোঃ রকি (২৬), পিতা- মোঃ আব্দুস সালাম, সাং- হরিয়ান (পূর্ব পাড়া), থানা-কাটাখালী, জেলা-রাজশাহী; ২। মোঃ আব্দুর রহমান স্বপন ওরফে স্বপন (২১), পিতা- মোঃ বেলাল হোসেন, সাং-পূর্ব দরবারপুর (আম্বর আলী সওদাগার বাড়ী), থানা- ফুলগাজী, জেলা- ফেনী; ৩। মোঃ ইকবাল (৩৩), পিতা- আবুল ওরফে আবুল কালাম, সাং-বারোয়াজারী (কাশিপুর), থানা-মেঘনা, জেলা-কুমিল্লা; ৪। মোঃ আনিছ মিয়া (১৯), পিতা- মৃত মিজানুর রহমান, সাং-মাধবদী (খালপাড়া), থানা-
জেলা-নরসিংদী, এ/পি-টঙ্গী স্টেশন রোড, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর। ৪ জনকে আটক করে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা, ধারালো ড্যাগার, লোহার হাতুড়ি, টেপ দিয়ে মোড়ানো কাঠের লাঠি, স্টিলের পাইপ,মোটা রশি, যা ১২ ফুট লম্বা আলামত উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা সকলেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা যায়। তাদের নামে ডিএমপি, আরএমপি, জিএমপি, খাগড়াছড়ি জেলায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

উল্লিখিত আসামিসহ পলাতক অজ্ঞাতনামা ৮/৯ জন আসামিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে জনগণের জান মালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

(আরএম/এএস/এপ্রিল ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test