E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ময়মনসিংহে ২ হাজার অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

২০২৪ এপ্রিল ০৬ ১৪:২৩:৫১
ময়মনসিংহে ২ হাজার অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ  এডওয়ার্ড স্কুলের সাবেক প্রধান শিক্ষক খন্দকার মোহান্মদ আলী ও তার সহধর্মিণী জাহেদা ফাউন্ডেশন অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ৫ এপ্রিল শুক্রবার বিকাল ৩ টায় এডওয়ার্ড স্কুল প্রাঙ্গনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদপূর্ব ২ হাজার পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী উপহার দেন এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  উনার  সুযোগ্য সন্তান খন্দকার বাকী বিল্লাহ (লিমন)। তিনি ময়মনসিংহ ল্যাব এইড এর পরিচালক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

এর পূর্বে তিনি ভাষা সৈনিক শেখ সুলতান আহাম্মেদ সন্মাননা পুরস্কারও পেয়েছেন । ঈদ সামগ্রী বিতরনের সময় ময়মনসিংহ জেলা যুবলীগের আহবায়ক এড. আজাহারুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনিছুজ্জামান খান পাঠান মিঠু, এডওয়ার্ড স্কুল বর্তমান প্রধান শিক্ষক সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এটি একটি সামাজিক ও উন্নয়ন মূলক প্রতিষ্ঠান। এর লক্ষ মানব সেবা, সেবাই ব্রত, সেবাই ধর্ম, হাসি ফুটুক সকল অসহায়দের মাঝে ।শিক্ষাজগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, এই এর্ডওয়ার্ড স্কুলের সাবেক প্রধান শিক্ষক খোন্দকার মোঃআলী ও জাহেদা ফাউন্ডেশনের উদ্দোগে সমাজে অসচ্ছল ১০০ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী তুলে দেন, ঈদ পূর্বে ২০০০/ পরিবারের মাঝে এই ঈদ বিতরণ করবেন বলে তিনি জানান।

(এনআরকে/এএস/এপ্রিল ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test