E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা পরিষদ নির্বাচন

রাজবাড়ীর ৫ উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ 

২০২৪ এপ্রিল ০৬ ১৬:৫৪:৫৬
রাজবাড়ীর ৫ উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ 

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী জেলায় আ.লীগ ও বিএনপি নেতারা দৌড়ঝাঁপে নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও নির্বাচনের আভাস দেওয়ায় রাজবাড়ীর ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। চায়ের দোকান থেকে শুরু করে মাঠে-ময়দানে বইছে নির্বাচনী হাওয়া। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগের দলীয় প্রার্থী না থাকলেও দলটির নেতারা কৌশলে দলীয় সমর্থন আদায় করছেন। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিলেও সম্ভাব্য প্রার্থীরা বসে নেই। এলাকায় সমানতালে তারাও পোস্টারিং, শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ, সমর্থন আদায়ে কাজ করছেন।

রাজবাড়ী সদর উপজেলা : ১৪ ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ। এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মাঠে রয়েছেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম নওয়াব আলী, কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাবরক্ষক আবুল কালাম আজাদ, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, আব্দুল মান্নান মুসল্লি ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনি।

এ উপজেলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সম্প্রতি ১৪ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এক সভায় প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যান পদে সমর্থন দেওয়া হয়েছে এসএম নওয়াব আলীকে। সভায় তার নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।৫ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনি ইতোমধ্যে গণসংযোগ ও শুভেচ্ছা পোস্টার সাঁটিয়েছেন।

গোয়ালন্দ উপজেলা : চার ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদ। এ উপজেলায় চেয়ারম্যান পদে মাঠে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ এফ কে টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ফকীর আব্দুল কাদের। ইতোমধ্যে এলাকায় বিলবোর্ড টানিয়ে তারা শুভেচ্ছা জানিয়েছেন ভোটারদের।

পাংশা উপজেলা : ১০ ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে পাংশা উপজেলা। এ উপজেলায় বর্তমান চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, আওয়ামী লীগ নেতা মো. শামসুল আলম সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। সম্প্রতি এ উপজেলায় আওয়ামী লীগ সভা করে খোন্দকার সাইফুল ইসলাম বুড়োকে দলীয় সমর্থন দিয়েছে। অনেকেই মন্ত্রীর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন।

বালিয়াকান্দি উপজেলা : সাত ইউনিয়ন নিয়ে গঠিত বালিয়াকান্দি উপজেলা। এ উপজেলায় বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেলমন্ত্রীর চাচাতো ভাই এহসানুল হাকিম সাধন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। তবে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিএনপির নেতারা।

কালুখালী উপজেলা পরিষদ : সাত ইউনিয়ন নিয়ে কালুখালী উপজেলা। এ উপজেলায় বর্তমান চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, এবিএম রোকনুজ্জামান সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন। তারা সবাই রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু বলেন, দলীয় প্রতীক ছাড়াই এবার নির্বাচন হবে। এতে দলের কোনো মনোনীত প্রার্থী থাকবে না। এ কারণে প্রার্থী সংখ্যা বাড়ছে।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। যদি কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে, তার বিরুদ্ধে দলীয়ভাবে পদক্ষেপ নেওয়া হবে।

(একে/এসপি/এপ্রিল ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test