E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেষ সময়ে জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার

২০২৪ এপ্রিল ০৮ ১৭:৫৭:৩৩
শেষ সময়ে জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার

দীপক চন্দ্র পাল, ধামরাই : শেষ মুহূর্তে ঈদকে সামনে রেখে ধামরাইয়ের বিভিন্ন বিপণি বিতান, রেডিমেট পোশাকের দোকান, গার্মেন্টস দোকান, এমনকি ফুটপাতের দোকান গুলিতেও ঈদ বাজার বেশ জমে উঠেছে। ধামরাইয়ে প্রতিটি বিপণি বিতান দোকানে ক্রেতাদের আকর্ষন বাড়াতে দোকানের সামনে কৃতিম মডেল কাপড় পড়িয়ে আকর্ষণীয় করে রেখেছে। এখন জুতার দোকান গুলিতে বেচা কেনা বেশী হচ্ছে।

ঈদের দিন যতোই ঘনিয়ে আসছে সকল শ্রেনীর ক্রেতাদের ভীড় যেন প্রতিটি দোকানে বেড়েই চলেছে। বিকিকিনিও হচ্ছে বেশ। সারা দিন ভীড় কম থাকলেও বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সব শ্রেণীর ক্রেতাদের ভীড় লেগে থাকে প্রতিটি মার্কেট ও দোকান গুলিতে। ফুটপাতে পেভশাকের দোকানগুলিতে ক্রেতাদের ভীড়। কম দামে ভালো পোশাক মিলছে। দুপুর থেকে রাত গভীর পর্যন্ত মহিলাদের ভীড় এই সব ফুটপাতের দোকার গুলিতে।

ব্যবসায়ী আকবর আলী জানান, পুটপাতের দোকানের জিনিষ ভালো বিশেষ করে বাচ্চাদের পোশাক পাওয়া যায় দাম অনেক কম। কিনছে সব শ্রেণীর ক্রেতারা, ভালো বিক্রি হচ্ছে বলেন। ক্রেতারও যথেষ্ট সর্তক। তারা এক দোকান থেকে আরেক দোকানে ছুটছে ভাল কিন্তু একটু কম দাম পাবার আশায়।

ক্রেতার বলেন, এবার জিনিয়ের কিছুটা বেশী দাম থাকায় গরীবদের জন্য সমস্যা হচ্ছে।
দোকানীরা বেশ বেচা বিক্রির কথা জানিয়েছে। জুতা স্যান্ডেল, জিনসের প্যান্ট ইত্যাদির ও দেশী পোষাকের পাশা-পাশি বিদেশী পোষাকের বিক্রিও ভালই হচ্ছে বলে দোকানীরা জানান।

এবার ধামরাইয়ে দুটি নতুন মার্কে প্রতিষ্ঠিত হয়েছে। তুহিন প্লাজা ও কিষাণ মার্কেট , এর মধ্যে তুহিন প্লাজায় শুধু মাত্র বাটা সুর দোকান। এখানে দিনভর ক্রেতাদের ভীড় লেগেই আছে।ক্রেতাদের অভিযোগ এবার সব শ্রেণীর জুতার দাম অনেক বেশী।

কিষাণ মার্কেটে এ্যাপেক্স ও গার্মেন্স ফ্যাশনের দোকান ও সব ধরনের দোকান রয়েছে এ মার্কেটে।এখানে ছোটো বড় সব শ্রেণীর ক্রেতাদের জিনিষ পাওয়া যায়। সুন্দর আয়োজন কিষান প্লাজায়্ রাতে আলো জ্বলমল করছে।খোলা মেলা এই কিষাণ মাকের্টে চলাফেরা করতে ক্রেতারা স্বাচ্ছন্দ বোধ করেন।

কাপড় ব্যবসায়ী পলাশ জানান, এ মার্কেটে পরিচ্ছন্নন পরিবেশ ক্রেতারা চলাফেরা করতে পছন্দ করে। বেচা বিক্রিও ভালোই হচ্ছে বলেন।

মহিলারা কাপড় ও কসমেটিকস দোকানে ভীড় করছে বেশী, কিনছে পছন্দের জিনিষ। ইমিটেশনের গহনা ও কসমেটিক্স কিনছে মহিলারা। সকল অভিভাবদেরও একই কথা তাদের বাবুদের পছন্দের জিনিষ কেনার পর তাদেরটা।

সিদ্দীক মার্কেটের বড় কাপড় ব্যবসায়ীরা বলেন বেচাকিনি মোটামুটি, তবে টাংগাইল শাড়ি বেশী বিক্রির কথা বলেন।

গামেন্টস পোষাক ব্যবসায়ী বিনয় গোস্বামী বলেন, প্যান্ট সার্ট সহ দেশী-বিদেশী পোষাক বেশী বিক্রি হচ্ছে বলেন।

(ডিসিপি/এসপি/এপ্রিল ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test