E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদগঞ্জে ভিজিএফ চাল বিতরণকালে দুই পক্ষের সংঘর্ষ 

২০২৪ এপ্রিল ০৯ ১৬:২৫:২৫
ফরিদগঞ্জে ভিজিএফ চাল বিতরণকালে দুই পক্ষের সংঘর্ষ 

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার কর্তৃক প্রদেয় ভিজিএফ এর চাল বিতরণ কালে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। অবশ্য পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা গেছে, গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ তার দলীয় প্রতিপক্ষের কারণে অফিসে আসতে পারেন নি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকার কর্তৃক প্রদেয় ভিজিএফ এর চাল বিতরণের জন্য মঙ্গলবার (৯ এপ্রিল) নির্ধারিত তারিখ ছিল।

সকালে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়মাী লীগের সাধারণ সম্পাদক এইচ এম হারুনুর রশিদ ইউপি কার্যালয়ে আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ নেতা তাবাচ্চুম মাস্টারের লোকজনও এসে হাজির হয়। এ সময় তাদের কর্মী সমর্থকদের মধ্যে কয়েক দফা সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৭/৮জন আহত হয়। পুলিশ পরিস্থিতি মোকাবেলায় পুর্ব থেকে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। এক পর্যায়ে চাল বিতরণ নির্বিঘ্ন করতে উভয় পক্ষকে জোরপূর্বক ইউনিয়ন কার্যালয় ছাড়তে বাধ্য করে।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা জি এম হাসান তাবাচ্চুম বলেন, চেয়ারম্যান যাতে ভিজিএফ চালের কার্ডের নিয়ে কোন অনিয়ম করতে না পারে সেজন্য আমরা পরিষদে অবস্থান করছি।

অপরদিকে ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ বলেন, গত তিন মাস ধরে তারা আমাকে ইউনিয়ন পরিষদে আসতে নানাভাবে বাঁধা প্রদান করছে। ভিজিএফ চালের কার্ডের একটি অংশও তারা নিয়ে গেছে। আমি সুষ্ঠুভাবে চাল বিতরণের জন্য পুলিশ সুপারের সহযোগিতা চেয়েছি।

ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বলেন, চাল বিতরণের সময় ঝামেলা হতে পারে জেনে আমরা এখানে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কাউকেই কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে দিবো না। সকলকে বের করে দিয়ে জরগণকে নির্বিঘ্নে চাল নেয়ার ব্যবস্থা করে দিয়েছি।

(ইউএইচ/এসপি/এপ্রিল ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test