E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাই নদীর পাড়ে দুই বাংলার মিলন মেলা 

২২ বছর পর সাতক্ষীরা সীমান্তে নৌকাবাইচ

২০২৪ এপ্রিল ১২ ১৪:৪৪:০০
২২ বছর পর সাতক্ষীরা সীমান্তে নৌকাবাইচ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দীর্ঘ ২২ বছর পর সাতক্ষীরার কলারোয়া সীমান্তের সোনাই নদীতে আবারও অনুষ্ঠিত হলো নৌকাবাইচ। ঈদের দিন বৃহষ্পতিবার বিকেল ৫টায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার হাকিমপুর বাজার কমিটি আয়োজিত এ নৌকা বাইচ বাড়তি আমেজে দুই বাংলার হাজার হাজার মানুষ দর্শকরা উপভোগ করেছেন।

কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত গ্রামবাসিরা জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত দিয়ে প্রবাহিত সোনাই নদী দুই বাংলাকে ভাগ করেছে। ওপারে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার স্বরুপনগর থানা। দীর্ঘদিন যাবত এই নদীতে ভারতীয়দের উদ্যোগে নৌকাবাইচ অনুষ্ঠিত হলেও ২২ বছর আগে অজানা কারণে তা বন্ধ হয়ে যায়। এরপর ঈদের দিন জাকজমকের সাথে পুনরায় আয়োজিত হলো সেই নৌকাবাইচ। ওপারের স্বরুপনগর থানার হাকিমপুর বাজার কমিটির উদ্যোগে এটি আয়োজন করে। ভারত ও বাংলাদেশের হাজার হাজার দর্শক অত্যন্ত আনন্দের সহিত নৌকাবাইচটি উপভোগ করেন। দেশভাগের কারণে অনেকেরই আত্মীয়স্বজন রয়েছের ভারতীয় এলাকায়। দূর থেকে তাদের সাথে দেখা হচ্ছে, মোবাইলে কথা হচ্ছে। কিন্তু কেউ কারো কাছে আসতে পারছেন না। এ এক অদ্ভুত অনূভুতি। বৃহষ্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই নৌকা বাইচ। এতে নয়টি নৌকা অংশ গ্রহণ করে। উভয় বাংলার মানুষের দাবি প্রতি বছর যেন এ নৌকা বাইচ অব্যহত থাকে।

(আরকে/এসপি/এপ্রিল ১২, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test