E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন’

২০২৪ এপ্রিল ১৩ ২৩:৩৬:২৮
‘শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন’

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলার সদর উপজেলার জগদল প্রতিভা আদর্শ শিশু শিক্ষা নিকেতনের রজতজয়ন্তী আজ শনিবার প্রতিষ্ঠান প্রাঙ্গন জগদল প্রতিভা নগরে অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া (মুক্তা)।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘একজন শিশুকে আদর্শ মানুষ সৃষ্টি করে একটি প্রতিষ্ঠান। আলোকিত মানুষ সৃষ্টির কারখানা শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরন্তর কাজ করে যাচ্ছেন। তাঁকে দোয়া করবেন, তিনি যেনো মৃত্যু অবধি আপনাদের সেবা করে যেতে পারেন।'

দুই পর্বের অনুষ্ঠানের প্রথমপর্বের উদ্বোধন করেন ৩নং পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.আল ইমরান খাঁন।দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং পঞ্চগড় সদর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মো.সিরাজুল প্রধান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও শিশু সাহিত্যিক রহিম আব্দুর রহিম,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মো.শাহ্ নেওয়াজ প্রধান (শুভ)। দিনের প্রথম প্রহর সকাল ১০টায় জাতীয় সঙ্গীতদের মধ্য দিয়ে ক্যাম্পাসে জাতীয়, ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে দিনের কর্মসূচি শুরু হয়।কুইজ প্রতিযোগিতা, স্মৃতিচারণ, কেককাটা,আলোচনা, পুরষ্কার বিতরণ শেষে শুরু হয় সঙ্গীত পর্ব।

২০০০ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির এবছর ২৪বছর পূর্ণ হয়।উৎসবের সার্বিক পরিকল্পনা, পরিচালনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রেজাউল করিম, পরিচালক (সার্বিক) মো.মোস্তফা কামাল, পরিচালক (প্রশাসন) মো. রফিকুল ইসলাম। ২০০৭ব্যাচের শিক্ষার্থী বর্তমান রাজউক এর সহকারি প্রকৌশলী মো. আব্দুস সাত্তার, একই ব্যাচের ছাত্র লিটন রানা,২০১০ব্যাচের মো.নাঈমুর রহমান দুর্জয় ও নুরুজ্জামান নিশাত।

অনুষ্ঠানটি নারী-পুরুষ, বয়োবৃদ্ধ শিশু-কিশোরদের মিলন মেলায় পরিনত হয়।

(আরআর/এসপি/এপ্রিল ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test