E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় চড়ক পূজা অনুষ্ঠিত

২০২৪ এপ্রিল ১৩ ২৩:৫৭:৩৩
সাতক্ষীরায় চড়ক পূজা অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাংলা ১৪৩০ সনের শেষ দিনে চৈত্র সংক্রান্তিতে আজ শনিবার সাতক্ষীরার বিভিন্ন শিব মন্দিরে অনুষ্ঠিত হয়েছে চড়ক পূজা। 

এ উপলক্ষে সন্ন্যাসীরা নিজ গোত্র পরিত্যাগ করিয়া শিব গোত্র ধারণ করে তিনদিন উপবাস থেকে পাড়ায় পাড়ায় শিবের গীত পরিবেশন ও শিব স্নান করান। বাঙালী সংস্কৃতির অংশ ও হিন্দু ধর্মের পরম্পরা হিসেবে বিশ্বের সমস্ত সৃষ্টির কল্যাণে চৈত্র মাসের শেষ দিন শনিবার বিকেলে সন্ন্যাসীরা কৃষি জমি চাষ, খেজুর ভাঙা, হনুমান ভাঙা, শিব এর মাথায় ফুল চাপানো ও বাঁশের তৈরি তাড়া থেকে কাটার উপর ঝাঁপ দিয়ে পড়া, পিঠে ও বুকে বরশি ফুটিয়ে চরকিতে ঘোরাসহ বিভিন্ন কসরৎ দেখিয়ে নিজেদের ত্যাগের মহিমা তুলে ধরেন। এ উপলক্ষে সাতক্ষীরা সদরের বাঁশতলা শিব মন্দির ও আশাশুনির কদমতলা বাগানবাড়ি শিব মন্দির প্রাঙ্গনে হাজার হাজর দর্শণার্থী সমবেত হয়। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে এ চড়ক পূজা অনুষ্ঠিত হয়।

(আরকে/এসপি/এপ্রিল ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test