E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জনের মনোনয়নপত্র দাখিল  

২০২৪ এপ্রিল ১৫ ১৮:৪৮:৫২
গোপালগঞ্জের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জনের মনোনয়নপত্র দাখিল  

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : প্রথম দফায় ৫৯টি জেলার ১৫২টি মধ্যে গোপালগঞ্জে তিনটি উপজেলায় (গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। আজ সোমবার ছিলো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিন উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।   

গোপালগঞ্জের তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ১৪ প্রার্থী মনোনয়ন দখিল করেছেন।
বিএনপি বা অন্য কোন দলের কোন নেতা কর্মী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন নি। ৩ উপজেলায় আওয়ামী লীগ নেতা ও সমর্থকরা প্রার্থী হয়েছেন।

এর মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, কোটালীপাড়া উপজেলায় ৩ জন ও টুঙ্গিপাড়া ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

গোপালগঞ্জ সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও জেলা কৃষক লীগের উপদেষ্টা মো. মাহামুদ হোসেন দিপু, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নীতিশ চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী ভূইয়া, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালিবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক মো. রফিকুল ইসলাম মিটু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কামরুজ্জামান ভূইয়া, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সবক জিএস ইব্রাহিম খলিল ও কমলেশ বিশ্বাস।

সদর ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন।

টুঙ্গিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদুল হক, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হক মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫ জন মনোনয়ন দাখিল করেছেন।

কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন খান মনোনয়নপত্র দাখিল করেছেন।

কোটালীপাড়ায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৬ জন মনোনয়ন দাখিল করেছেন।

(টিবি/এসপি/এপ্রিল ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test