E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ের তিন উপজেলায় মনোনয়নপত্র জমা দিলেন যারা

২০২৪ এপ্রিল ১৫ ২৩:৩৮:০৫
পঞ্চগড়ের তিন উপজেলায় মনোনয়নপত্র জমা দিলেন যারা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : আসন্ন উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য পঞ্চগড় জেলার ৩ উপজেলায় ১৩ জন চেয়ারম্যান, ১৪ জন ভাইস চেয়ারম্যান এবং ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। 

এরমধ্যে পঞ্চগড় সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, এরা হলেন মো.আমিরুল ইসলাম, মো. নূরুল হুদা, এস এম মো. শাহনেওয়াজ প্রধান, শ্রী সুমন চন্দ্র রায় ও মো.আবু দাউদ প্রধান। ভাইস চেয়ারম্যান পদে ২ জন, এরা হলেন কাজী আল তারিক এবং মো.মাসুদ পারভেজ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, এরা হলেন নিলুফার ইয়াসমিন, নাছিমা খাতুন, মোছা. কাজল রেখা ও মোছা.সাবিনা ইয়াসমিন। আটোয়ারি উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, এরা হলেন তৌহিদুল ইসলাম, মো.আনিছুর রহমান ও মো. শাহজাহান। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, এরা হলেন মো.সেলিম মোর্শেদ. মো. মখলেছুর রহমান ও মো. সায়মন আক্তার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, এরা হলেন মনোয়ারা বেগম, রেণু একরাম, মোছা.ফরিদা ইয়াসমিন, মোছা. লুৎফা বেগম ও শেফালী বেগম। তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫ জন, এরা হলেন কাজী মাহমুদুর রহমান, কাজী আনিছুর রহমান, মো.আব্দুল লতিফ তারিন, মো. মুক্তারুল হক ও মো. নিজাম উদ্দীন খান। ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন, এরা হলেন মো. মজিবুর রহমান, মো. ইউসুফ আলী, মো. আবু সাঈদার রহমান, মো.আশরাফ আলী, মো. কবির হোসেন, খন্দকার আবু সালেহ ইব্রাহীম, আব্দুল লতিফ খান, আব্দুস সাত্তার ও তৌহিদ হাসান তুহিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, এরা হলেন সুলতানা রাজিয়া ও সোমা চৌধুরী।

এ ব্যাপারে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসার মো. এনামুল হক বলেন, 'নিবার্চনের সকল বিধিবিধান মেনেই প্রার্থীরা তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।'

(আরআর/এসপি/এপ্রিল ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test