E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৃহবধূকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি আশিক গ্রেফতার

২০২৪ এপ্রিল ১৭ ১৫:২৫:৪৫
গৃহবধূকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি আশিক গ্রেফতার

নবী নেওয়াজ, পাবনা : পাবনার ঈশ্বরদীতে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার পলাতক আসামি আশিককে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাতে ঈশ্বরদীর আলহাজ্ব মোড় থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১২। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ক্যাম্পের আভিযানিক দল মঙ্গলবার রাত ৯ টা ২৫ মিনিটে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়স্থ ডাল গবেষণা কেন্দ্রের সামনে অভিযান পরিচালনা করে চাঁদাবাজ গ্যাং আশিক বাহিনীর প্রধান আশিক (২৬) কে গ্রেফতার করা হয়। আশিক ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মহসিন প্রামানিকের ছেলে।

উল্লেখ্য, ঈশ্বরদী থানা এলাকায় কুখ্যাত আশিক বাহিনীর সদস্যরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ নানা ধরনের অপকর্ম করে আসছিল। এবার দাবিকৃত চাঁদার টাকা না দিয়ে থানায় অভিযোগসহ জনপ্রতিনিধিদের নিকট বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা আশিকের নেতৃত্বে খায়রুন্নাহার রত্না নামের ওই গৃহবধূকে কুপিয়ে জখম করে। গত রবিবার সন্ধ্যায় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ ওই এলাকার ফজলুল হকের ছেলে সোহান পারভেজের স্ত্রী। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ১২ এপ্রিল শুক্রবার রাতে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা রামদাসহ দেশী অস্ত্র শস্ত্র নিয়ে আহত গৃহবধূ রত্নার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তানজি এন্টারপ্রাইজে হামলা চালিয়ে ভাঙচুর করে। একটি সিসিটিভি খুলে নিয়ে যায়।

মামলার বাদী আহত গৃহবধূর স্বামী সোহান পারভেজ জানান, প্রতিবেশি মহাসিন প্রামানিকের ছেলে মোঃ আশিক বেশ কিছুদিন আগে তার দোকান থেকে ৫৫ হাজার টাকার সিমেন্ট বাকিতে নিয়ে যায়। পাওনা টাকা চাওয়ায় আশিকের সঙ্গে ঝগড়া বাধে। পরে আশিক টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবি করে। এই টাকা না দেওয়ায় শুক্রবার সন্ধ্যার দিকে আশিক প্রামানিক দেশী অস্ত্র রামদাসহ তার সাথে থাকা ৫ থেকে ৬ জন সহযোগীকে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এই সময় দোকান বন্ধ থাকায় তারা দোকানের শাটার ভাঙচুর করে। দোকানে থাকা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও একটি ক্যামেরা খুলে নিয়ে যায়। এই সময় বাড়িতে থাকা লোকজন বের হলে সন্ত্রাসীরা তাদের উপর হামলার চেষ্টা করে। অবস্থার বেগতিক দেখে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশি সহযোগিতা চাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বেই সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।

তিনি জানান, এই ঘটনায় তার স্ত্রী খায়রুন্নাহার রত্না বাদী হয়ে মোঃ আশিক প্রামানিকের নাম উল্লেখ করে আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বিচার চাওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে গত রবিবার সন্ধ্যায় আশিকের নেতৃত্বে মোঃ আসিফ, মহসিন প্রামানিক, মোঃ সাগর, মোঃ রঞ্জিতসহ ৫ থেকে ৭ জন ধারালো রামদা, লোহার রড ও পাইপ নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এই সময় তার স্ত্রী রত্না বাধা দিলে সন্ত্রাসী আশিক রামদা দিয়ে কুপিয়ে এক হাত কেটে ফেলে। এবং রত্নার মা সহ বাড়িতে থাকা মহিলাদের পিটিয়ে আহত করে। ঘটনার সিসি ফুটেজ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার সাধারণ জনগণের মধ্যে আতংক বিরাজ করতে শুরু করে।

প্রসঙ্গত, এ ঘটনার ভয়াবহতায় এই সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করতে পাবনা র‍্যাবের একটি চৌকষ টিম অভিযানে বের হয়। দীর্ঘ ১২ ঘণ্টা ব্যাপী অভিযান পরিচালনা করে বাহিনীর প্রধান আশিক প্রামানিককে গ্রেফতার করতে সক্ষম র‍্যাব-১২।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আশিক গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম সহ হত্যা চেষ্টা সহ চাঁদাবাজি এবং মাদক ব্যবসায় তার সম্পৃক্ততার কথা জানায়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। আশিক বাহিনীর অন্যান্য সদস্যদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

(এনএন/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test