E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০২৪ এপ্রিল ১৯ ১৪:৫১:২৮
ফরিদপুরে বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে বাংলাদেশ কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে দশটায় শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের স্থানী অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান,  র‍্যালি, কেক কাটা, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে র‍্যালির উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ।

এছাড়া কৃষক লীগের জেলা, সদর উপজেলা, পৌরসভা শাখার নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। র‍্যালিটি ফরিদপুর জেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাব হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়।

এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, সদর উপজেলা কমিটির সভাপতি আখতারুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেক কাটা শেষে কৃষক লীগের সভাপতি শেখ ‌শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণের সঞ্চালনায় এক ‌ আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‌বাংলাদেশ এগিয়ে চলছে । এ ধারা অব্যাহত রাখতে হবে। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। ‌মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ‌খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি হয়েছে। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন। এসময় বক্তারা ফরিদপুর তথা সারা দেশে কোথাও কোন জমি যেনো অনাবাদি না থাকে, সেদিকে খেয়াল রাখতে কৃষকদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কৃষক হাসলে হাসবে বাংলাদেশ।

(আরআর/এএস/এপ্রিল ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test