E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে জাল টাকার নোট, কেমিকেল ও সরঞ্জামাদিসহ আটক ২

২০২৪ এপ্রিল ২০ ১৮:১০:৫৮
দিনাজপুরে জাল টাকার নোট, কেমিকেল ও সরঞ্জামাদিসহ আটক ২

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে জাল টাকার নোট, কেমিকেল ও সরঞ্জামাদিসহ দু'জন আটক করেছে র‍্যাব। আটককৃতদের শনিবার (২০ এপ্রিল) জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর স্কোয়াড্রন লীডার ও উপ-পরিচালক (মিডিয়া)
মাহমুদ বশির আহমেদ জানান, র‍্যাবের একটি চৌকস দল গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের ষ্টেশন রোডস্থ 'হোটেল সাহারা আবাসিক' এর একটি কক্ষে অভিযান চালায়। হোটেলের ৩য় তলার দক্ষিন পার্শ্বে ২০২নং কক্ষে অভিযান পরিচালনা করে ৪০টি জাল একহাজার টাকার নোট, মূল্যমান ৪০ হাজার টাকা, জাল নোট তৈরির কাজে ব্যবহৃত (রর) ২(দুই) বোতল ৯৬০ গ্রাম তরল কেমিক্যাল আয়োডিয়াম কিউ, ৩৫০ গ্রাম ফিটকিরি, ০৪টি স্বচ্ছ সাদা রংয়ের কাঁচ এবং ০২টি স্বচ্ছ রঙ্গিন কাঁচ, ৪টি প্লাস্টিকের তৈরি সাদা রংয়ের ড্রপার, ১০৩০ পিস দেশীয় একহাজার টাকার নোটের আকারে কর্তনকৃত জাল নোট ছাপানোর জন্য তৈরিকৃত রঙ্গিন ও সাদা কাগজ, ২টি কসটেপ, ১টি মাঝারি আকারের মোমবাতি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ সুলতান মাহমুদ (৫৫) ও মো.মানিক মিয়া (৩৭)। সুলতান মাহমুদ দিনাজপুর কোতোয়ালি থানাধীন ৫ নং শেখপুরা ইউনিয়নের মৃত শফিউদ্দিন মন্ডল ছেলে এবং মানিক মিয়া পার্বতীপুর উপজেলার ৯ নং হামিদপুর ইউনিয়নের রাঘবিন্দপুর গ্রামের মৃত শামছুদ্দিন ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে পরষ্পর যোগসাজসে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে জাল নোট তৈরি ও আদান-প্রদান সহ জাল নোট ব্যবহারের মত অসাধু কার্যকলাপ করে আসছিল।
ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে। পুলিশ আজ শনিবার আদালতের মাধ্যমে আসামিদের জেল-হাজতে প্রেরণ করেছে।

(এসএস/এসপি/এপ্রিল ২০, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test