E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাঁড়ার চেয়ারম্যান রানা সরদারের পদত্যাগ

২০২৪ এপ্রিল ২০ ১৯:৩৫:৩৯
সাঁড়ার চেয়ারম্যান রানা সরদারের পদত্যাগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলার ১ নং সাঁড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করেছেন। শনিবার ( ২০ এপ্রিল) ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিতভাবে আবেদন জানিয়ে তিনি পদত্যাগপত্র দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ সাঁড়া ইউপি’র চেয়ারম্যান রানা সরদারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, পদত্যাগপত্র দাখিলের পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ০৫.৪৩.৭৬৩৯.৩৩.০০১.২৪-৫৬৫ নং স্মারকের এক পত্রে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩২ এর (২) উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে ইউএনও সুবীর কুমার দাশ পদত্যাগ পত্রটি গ্রহন করেন। সেইসাথে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৫ এর (২) উপধারা অনুসারে ইউএনও ১ নং সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ২০ এপ্রিল হতে শুণ্য ঘোষনা করেছেন।

এমদাদুল হক রানা সরদারের দাখিলকৃত পদত্যাগপত্রে পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলামের কাছে তাঁর দায়িত্বভার হস্তান্তরের বিষয়টি উল্লেখ করেন।

জানা গেছে, আসন্ন ঈশ্বরদী উপজেলা পরিষদের নির্বাচনে এমদাদুল হক রানা সরদার উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য রানা সরদার ইউপি চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করেছেন বলে তিনি জানিয়েছেন।

(এসকেকে/এএস/এপ্রিল ২০, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test