E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে দোকান ঘর ভেঙে খাদে দূরপাল্লার বাস, যাত্রী নিহত 

২০২৪ এপ্রিল ২৩ ১৮:২০:৪৫
বাগেরহাটে দোকান ঘর ভেঙে খাদে দূরপাল্লার বাস, যাত্রী নিহত 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় রাকিব মল্লিক (২৬) নামে দূরপাল্লার রয়েল পরিবহনের এক যাত্রী নিহত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলা শিবপুর এলাকার তিনকোনা পুকুর এলাকায় বাগেরহাট- শরণখোলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময়ে রয়েল পরিবহন চালক মো সাগরসহ দুইজনকে উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরিবহন যাত্রী রাকিবকে মৃত ঘোষণা করেন ও গুরুতর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত পরিবহন যাত্রী রাকিব মল্লিক বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী এলাকার হারুন মল্লিকের ছেলে। গুরুতর আহত পরিবহন চালক মো. সাগর (৩৫) গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার বাসিন্দা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা শরণখোলাগামী দূরপাল্লার রয়েল পরিবহনটি বেপরোয়া গতির কারনে সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাট- শরণখোলা মহাসড়কের কচুয়ায় শিবপুর এলাকার তিনকোনা পুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সাহানা বেগমের দোকান ঘর ভেঙ্গে খাদে পড়ে যায়। স্থানীয়রা পরিবহন যাত্রী রাকিব মল্লিক ও চালক মো. সাগরকে উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরিবহন যাত্রী রাকিবকে মৃত ঘোষণা করেন ও গুরুতর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা কবলিত পরিবহনটি আটক করা হয়েছে বরেও জানার এই পুলিশ কর্মকর্তা।

(এস/এসপি/এপ্রিল ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test