E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে পরিকল্পনা কর্মশালা

২০২৪ এপ্রিল ২৫ ১৮:২৬:১১
দিনাজপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে পরিকল্পনা কর্মশালা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ, পণ্যমান বৃদ্ধি এবং ব্যবসা প্রসারের লক্ষ্যে দিনাজপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পরিকল্পনা কর্মশালা। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে সুইজারল্যান্ড ভিত্তিক ইন্টারন্যাশনাল এনজিও সুইসকন্ট্যাক্ট'র আওতায় প্রবৃদ্ধি প্রকল্পের উদ্যোগে দিনাজপুর শহরের সুইহারি এনজিও ফোরামে কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খ্রিস্টিনা লাভলী দাস বক্তব্য রাখেন।

নারী উদ্যোক্তাদের বর্তমান চাহিদা এবং প্রতিবন্ধকতা নিয়ে বক্তব্য রাখেন দিনাজপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক নিলুফার ইয়াসমিন, উদ্যোক্তাবর্গদের মধ্যে আরো বক্তব্য রাখেন আজমিরি সুলতানা, ইসরাত জাহান সাথী, নারী উদ্যোক্তাদের সাফল্যের গল্প নিয়ে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত এমআরএম আন্ড কমিনিকেশন ম্যানেজার, প্রবৃদ্ধি প্রকল্প, তাসমিয়া নাহরীন জাহাঙ্গীর, প্রবৃদ্ধি প্রকল্পের দিনাজপুর জেলার কো-অর্ডিনেটর ইব্রাহিম সাঈদ খান এর আয়োজনে সমাপনী বক্তব্য রাখেন দিনাজপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি র সভাপতি মোছাঃ জানাতুস সাফা শাহিনুর।

২৫ জন নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পাঁচ জন করে নারী গ্রুপে বিভক্ত হয়ে, বাস্তব জীবনে এগিয়ে যাওয়া, কর্মজীবন নিয়ে চ্যালেঞ্জিং পরিকল্পনার উপর লিখিত এবং মৌখিক প্রেজেন্টেশন করেন নারী উদ্যোক্তা বর্গ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রবৃদ্ধি প্রকল্পের লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট অফিসার মোঃ তাজমিনুর রহমান, প্রবৃদ্ধি উইম্যান এন্ড ইয়ুথ এন্টার প্যানারশিপ অফিসার তাওহিদুল আনোয়ারসহ অন্যরা।

(এসএস/এসপি/এপ্রিল ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test