E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যমুনা নদীর বামতীরে সমন্বিত পানি সম্পদ সম্ভাব্যতায় মতবিনিময়

২০২৪ এপ্রিল ২৭ ১৯:৪৪:৩৩
যমুনা নদীর বামতীরে সমন্বিত পানি সম্পদ সম্ভাব্যতায় মতবিনিময়

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে যমুনা নদী সিস্টেমের বামতীরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা (ফেজ-১) শীর্ষক প্রকল্পের ওপর মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কের সেমিনার কক্ষে এ মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা বাপাউবো কেন্দ্রীয় অঞ্চল প্রধান প্রকৌশলী (পুর) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।

গেস্ট'স অফ অনার হিসেবে বক্তব্য দেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম, জামালপুর-১ আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদ, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রশীদ।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বাপাউবো অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিওন) মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) মো. জহিরুল ইসলাম, জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ মতবিনিময় কর্মশালায় সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, সুধীমহল ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/এপ্রিল ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test