E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আয় বহির্ভূত সাড়ে ৪ কোটি টাকার অর্থ সম্পদ 

চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে দুদকের মামলা 

২০২৪ এপ্রিল ২৮ ১৮:৩৮:৫৭
চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে দুদকের মামলা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় থেকে সাড়ে ৪ কোটি টাকার অর্থ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক ২টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলা ২টি দায়ের করেন। মামলা নং মামলা নং-০২, তারিখ-২৮/০৪/২০২৪ ও নং-০৩, তারিখ-২৮/০৪/২০২৪।

মামলা দুটিতে কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার (৬৮) ও তার স্ত্রী তাছলিমা আক্তারকে (৫৪) আসামি করা হয়েছে।

মুজিবুর রহমান হাওলাদার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি প্রথম ধাপে অনুষ্ঠিতিব্য কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, আয় বর্হিভূত কোন সম্পদ আমার নেই। আমার আয়কর ফাইলের মধ্যে সব সম্পদ দেখানো আছে। আমরা কোন অবৈধ সম্পদ নেই। আমি উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার জনপ্রিয়তা দেখে য়ড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে দুদককে দিয়ে এ মামলা করিয়েছে। আমি কোন সরকারি অর্থ তছরুফ করিনি। কিংবা তছরুফ সংক্রান্ত কোন মামলা আমার বিরুদ্ধে হয়নি। এটি সাজানো মিথ্যা মামলা মাত্র। আমি এ মামলার জবাব দেব। এ মামলা থেকে আমি অব্যহতি পাব। নির্বাচনে এ মামলা কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন মুজিবুর রহমান হাওলাদার। ষড়যন্ত্র ছিন্ন করে কোটালীপাড়াবাসী তাকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি জানান।

দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, গত ২০১০ সাল থেকে ২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মুজিবুর রহমান হাওলাদার ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ১৪০ টাকার স্থাবর ও ৪২ লাখ ৭১ হাজার ৫৮২ টাকার অস্থাবর সহ মোট ৮ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৭২২ টাকার সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে । এ সম্পদ অর্জনের বিপরীতে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৬ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ১১৯ টাকা। ওই সময়ে তার পারিবারিক ও অন্যান্য ব্যয়ের পরিমাণ ১ কোটি ৯৭ লাখ ৪০ হাজার ৪২০ টাকা। ব্যয় বাদে তার নীট আয় ৪ কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৬৯৯ টাকা। অর্থাৎ আসামি মুজিবুর রহমান হাওলাদার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ (৮,২৫,৫৬,৭২২ - ৪,৭৯,৪০,৬৯৯)=৩,৪৬,১৬,০২৩/- টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রেখেছেন। তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, মুজিবুর রহমান হাওলাদারের স্ত্রী তাছলিমা আক্তার দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অবৈধ সম্পদ গোপন করে ২ লাখ ১৮ হাজার ৮০ টাকার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেন। নিজের কোন আয় নেই। স্বামী মুজিবুর রহমান হাওলাদারের অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ গ্রহণ করেছেন। তিনি জ্ঞাত আয় বর্হিভূত ১ কোটি ৪৩ লাখ ২৯ হাজার ২৮৫ টাকার সম্পদ অর্জন করেন। তা তিনি নিজ মালিকানা ও ভোগ দখলে রেখেন। দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তাছলিমা আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিগত ২০১৪ সলে মুজিবুর রহমান হাওলাদার কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের উপজেলা নির্বাচনে তিনি পরাজিত হন। প্রথম ধাপে অনুষ্ঠিতিব্য কোটালীপাড়া উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। আগামী ৮ মে কোটালীপাড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

(টিবি/এসপি/এপ্রিল ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test