E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

২০২৪ এপ্রিল ২৮ ১৮:৫১:১০
ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর : ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আকবর আলী শেখের সভাপতিত্বে র‍্যালি ও‌‌ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর পূর্বে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর একটি র‍্যালি শহর প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‌

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মো: হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) অশোক কুমার দত্ত, চীফ জুডিসিয়াল আদালত এর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটি এর কর্মকর্তাবৃন্দ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের দিবসের তাৎপর্য ছিল 'স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা আর্থিকভাবে অসচ্ছল, অসহায় সম্বলহীন বিচারপ্রার্থী দরিদ্র জনগণ সরকারি খরচে আইনি সহায়তা পাচ্ছেন মর্মে অবহিত করা হয়।

(এসএফ/এসপি/এপ্রিল ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test