E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

২০২৪ এপ্রিল ২৮ ১৯:৪১:৫৪
মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মাগুরা প্রতিনিধি : ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত হয়েছে।

এ উপলক্ষে ২৮ এপ্রিল রবিবার সকাল ০৯টায় জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে মাগুরায় এ দিবসের উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।

সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালত চত্বরে এসে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়রম্যান ও জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এম,এ জাহিদ হাসান। বক্তব্য রাখেন সিনিয়র সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. ফরিদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুল আকবর কল্লোল, সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন প্রমুখ।

এ উপলক্ষে জেলা জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপি লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসচি। মেলায় ৪টি স্টলে সরকারি খরচে আইন সহায়তা পাওয়াসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে।

(এমএফ/এএস/এপ্রিল ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test