E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুর মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত ১০

২০১৪ নভেম্বর ১৮ ১৪:৫৩:৫৪
দিনাজপুর মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত ১০

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মেডিক্যাল কলেজে পাল্টপাল্টি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এতে দুগ্রুপের ১০ জন আহত হয়েছে। বিক্ষুব্ধ ছাত্ররা কলেজের ডাঃ ইউসুফ ছাত্রাবাসে ব্যাপক ভাংচুর চালিয়েছে। এ নিয়ে কলেজে চরম উত্তেজনা বিরাজ করছে।

গত ১৪ নভেম্বর মুজাহিদুর রহমানকে সভাপতি ও কৌশিক দেবকে সাধারন সম্পাদক করে দিনাজপুর মেডিক্যাল কলেজে ছাত্রলীগের একটি কমিটি ঘোষণা করা হয়। এর একদিন পর আশফাকুর রহমান তুষারকে সভাপতি ও আশফিকার সাম্সকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের একটি পাল্টা কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দু গ্র“পের মধ্যে উত্তেজনা শুরু হয়।

এই ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগের বিবদমান দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শুরু হয় দু গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘর্ষ। এসময় দুপক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতারা কলেজের ডাঃ ইউসুফ আলী হলের দরজা-জানালা ও আসবাবপত্রে ব্যাপক ভাংচুর করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও দুপক্ষেই মুখোমুখী অবস্থান নেয়। সংঘর্ষ থামলেও বর্তমানে মেডিক্যাল কলেজে চরম উত্তেজনা বিরাজ করছে।

(এটি/এসসি/নভেম্বর১৮,২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test