E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেওয়ানগঞ্জে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা

২০২৪ এপ্রিল ২৯ ১৯:৪৭:৪২
দেওয়ানগঞ্জে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ২০২৮ সালের শেষ নাগাদ তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে দেওয়ানগঞ্জে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদের সভা কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন প্রিন্স।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফ আলী, গণচেতনার সমন্বয়ক ফাতেম নার্গিস প্রমুখ। সভায় কর্মসূচির ধারণাপত্র উপস্থাপন করেন সিডস কর্মসূচির ব্যবস্থাপক শামসুদ্দিন। সভায় সরকারি, বেসরকারি সংস্থার অর্ধশতাধীক প্রতিনিধি অংশ নেন।

সভা সূত্র জানায়, অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সহায়তা করা এবং শক্তিশালী সমাজ গঠনের পাশাপাশি জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ এবং জামালপুর সদর উপজেলায় ২০২৮ সাল পর্যন্ত কার্যক্রম চলবে।

নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সিডস কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

(আরআর/এএস/এপ্রিল ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test