E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় সর্বজনীন পেনশন স্কিম নিয়ে অবহিতকরণ সভা

২০২৪ এপ্রিল ২৯ ২০:১৩:২৩
কাপাসিয়ায় সর্বজনীন পেনশন স্কিম নিয়ে অবহিতকরণ সভা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা  অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

অন্যান্যর মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, বাজার বনিক সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন শেখ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রধান, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খাঁনসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত রআলোচনা করা হয়। এ সময় উপস্থিত সকলে বলেন, আগে পেনশন স্কিম বিষয়ে কিছুটা বিভ্রান্তি ছিল কিন্তু অবহিতকরণ সভার মাধ্যমে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছি। আমরা শীঘ্রই এই নপেনশন স্কিম গ্রহণ করবো। এই যুগান্তকারী উদ্যোগ নেয়ার জন্য আমরা
প্রধানমন্ত্রীরকে ধন্যবাদ জানাই।

প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সর্বজনীনন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। এ সময় তিনি সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে ৪টি স্কিম রয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

(এসকেডি/এএস/এপ্রিল ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test