E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ার ঘাগটিয়া চালা ইউনিয়ন পরিষদে দালালদের আড্ডা

২০২৪ এপ্রিল ৩০ ১৪:৫৮:৪৩
কাপাসিয়ার ঘাগটিয়া চালা ইউনিয়ন পরিষদে দালালদের আড্ডা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া চালা ইউনিয়ন পরিষদে দালালদের আড্ডার পরিনত হয়েছে সে খানে সাধারণ মানুষকে জিম্মি করে দালাল চক্র হাতিয়ে নিচ্ছে হাজার টাকা। এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদের কোন রকম পরিসেবা মিলছে না।

পরিষদের কতিপয় কর্মচারীদের সহায়তায়সাধারণ মানুষের কাছ থেকে জন্ম নিবন্ধন, নাম সংশোধনসহ কোন প্রকার কাজ করতে গেলেই দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়ে। দালালরা সাধারণ মানুষদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে কাজ করে বলে একাধিক অভিযোগ রয়েছে। আর এ দালাল চক্রের মুল হুদা হিসাবে রয়েছে স্থানীয় প্রভাবশালী এক আওয়ামীলীগ নেতা।

দালালদের মূলহোতা ভূমিকায় রয়েছে মাহাবুব. মাহবুবের রয়েছে বিশাল সিন্ডিকেট। কোন সেবা প্রার্থী ইউনিয়ন পরিষদে আসলেই জমে উঠে তার তেলেসমাতি। জন্ম সনদ,মৃত্যু সনদ ও নাগরিকত্ব সনদ নিতে হলে তাকে দিতে হয় তাকে মোটা অংকের টাকা। তারই অনুগত রয়েছে কম্পিউটার অপারেটর উদ্যোক্তা মরিয়ম আক্তার। জন্ম সনদের ভূল সংশোধনের জন্য নেয়া হয় হাজার টাকা। মরয়িমের কাছে আলাউদিনের চেরাগ, টাকা দিলেই মিলে জেলার যে কোন এলাকার জন্ম সনদ। এমনই এক ঘটনা ধরা পড়ে ঘাগটিয়া এলাকার সালদৈ গ্রামের এক বাসিন্দা শাহাদৎ তার নাম সংশোধন করতে গেলে টাকা বিনিময়ে মরিয়ম ওই ব্যাক্তিকে গাজীপুর টিটি করর্পোরেশনের জন্ম নিবন্ধন করে দেয়। পরে এ দিনে ভুক্তভুগি উপজেলা নিবার্হী অফিসারের কাছে এ ঘটনার বিবরন দেন।

এ খবর সাংবাদিকরা জানতে পেরে ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কার্যালয়ে গেলে দালালদের মূলহোতা মাহবুর সাংবাদিদের লঞ্চিত করে।ওই সময় সাংবাদিকের সাথে থাকা ভূয়া জন্ম সনদ জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চ্টো করে । এক পর্যায় সাংবাদিকরা ঘটনার স্থান ত্যাগ করে। পরবর্তীতে ভূক্তভোগী শাহাদত হোসাইন পূনরায় পাঠালে অফিসে বসে থাকা উদ্যোক্তা মরিয়ম গালাগালি ও দালালদের মূলহোতা মাহবুব সাহাদতকে মারধোর করে বের করে দেয়। ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ (কিরণ মোল্লা) কে মুঠোফোনে ঘটনাটি জানালে তিনি জানান, ঘটনাটি স্বীকার করে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান বলেন ঘটনার বিষয়ে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহন করা হবে সাংবাদিকদের জানান।

(এসকেডি/এএস/এপ্রিল ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test