E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১০, আসামি ৬৫

২০২৪ এপ্রিল ৩০ ১৭:০৫:৫৮
দিনাজপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১০, আসামি ৬৫

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬৫ জনকে অভিযুক্ত করে এস আই হাসিনুর রহমান মামলা দায়ের করেছেন।  

আজ মঙ্গলবার দুপুরে আটক ১০ জনকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গতকাল সোমবার সকালে বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের স্কুল শিক্ষিকা পার্শবর্তী কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের একটি মিশন স্কুলে যাওয়ার পথে একটি ট্রাক্টরের হেলপার তাকে অশ্লীল ভাষায় কথা বলে উত্ত্যক্ত করে। এই ঘটনায় ট্রাক্টরের মালিক পার্শ্ববর্তী কাহারোল থানার চামদুয়ারি গ্রামের মোঃ জিয়ারুল ইসলামকে মুঠোফোনে ইশানিয়া এসসি উচ্চ বিদ্যালয় মাঠে ডেকে আনেন। সেখানে তাকে আটকে রেখে ওই শিক্ষিকার অভিভাবক ও এলাকাবাসী এলোপাথারি মারধোর করে। বোচাগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত জিয়ারুল ইসলামকে পুলিশ হেফাজতে নিতে চাইতে উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা চালায়। এ সময় তারা পুলিশ পিকআপ ভ্যান ভাঙচুর করে ও পুলিশ পিকআপের চালক মো. মোস্তাছিন আলম তুহিনকে গাড়ীসহ পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। এতে পুলিশের পিকআপ চালক মোস্তাছিন ও ট্রাক্টর মালিক জিয়ারুল গুরুত্বর আহত হয়। এসময় অন্যান্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পুলিশের চালক মোস্তাছিনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ওইদিন রাতেই বোচাগঞ্জ থানায় এস আই হাসিনুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ওই রাতেই বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনার ইশানিয়া ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন তালিকাভুক্ত আসামিকে আটক করতে সক্ষম হয়।

অভিযুক্তরা হলেন, চয়ন চন্দ্র রায় (২৫) মিঠুন চন্দ্র রায় (২৭) অনিক রায় (২০) লিখন রায় (৩০) আপন রায় (২৫) বিলাশ চন্দ্র রায় (৬০) রাজ কুমার (৫৬) জগদীশ রায় (২৬) পংকজ রায় (৩০) মংলু রায় (৪৫) সুর্য রায় (২০) মহেশ রায় (২১)। এছাড়াও ওই মামলায় অজ্ঞাত ৬০ থেকে ৬৫ জন রয়েছে। একজন ছাড়া সকল অভিযুক্তদের বাড়ী বোচাগঞ্জ উপজেলায়।

বর্তমানে এ ঘটনায় ইশানিয়াসহ আশপাশের এলাকায় পুলিশী গ্রেফতার এড়াতে গ্রাম ছাড়ে পালিয়েছে অনেকেই। এক প্রকার পুরুষ শূণ্য হয়ে পড়েছে ইশানিয়াসহ পার্শ্ববর্তী এলাকা।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক রাসেল ঘটনা নিশ্চিত করে জানান, 'কোন নিরপরাধ বা নির্দোষ ব্যক্তিকে পুলিশ হয়রানি করবে না। তবে যারা ঘটনার সাথে জড়িত তদন্তের মাধ্যমে ও ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।'

(এসএস/এসপি/এপ্রিল ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test