E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গায় ৩৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি

২০২৪ এপ্রিল ৩০ ১৭:৪১:০৬
চুয়াডাঙ্গায় ৩৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি

শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আবহাওয়ার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে আজ মঙ্গলবার। আজ বেলা তিনটায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। ১৯৯৮ সালের পর এতো তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায় কখনো হয়নি। এটাই ৩৯ বছরের মধ্যে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।

তাপমাত্রা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সব শ্রেণী পেশার মানুষ। সকাল ৯টার পর থেকে বাইরে বের হওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে ছাড়া বাইরে আসছেন কেউ। বেলা ১২টার মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাচ্ছেন সকল শ্রেণি পেশার মানুষেরা। দুপুরের পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে।

শ্রমিক শ্রেণীর মানুষদের দুর্ভোগ বেশি। বেলা ১২টার পর থেকে হাট বাজারে মানুষের সংখ্যা কমে যাওয়ায় ভ্যান চালক, দিনমজুর শ্রেণীর মানুষরা কাঙ্খিত আয় করতে পারছেন না।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ১৯৮৫ সালে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস স্থাপিত হয়। তারপর থেকে ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড আজ। তাপমাত্রা আগামী দিনগুলোতে কমতে পারে। মে মাসের শুরুর দিকে বৃষ্টি হতে পারে।

(এসএল/এসপি/এপ্রিল ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test