E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে হাইব্রিড জাতের যুবরাজ ধান কর্তন উপলক্ষে মাঠ দিবস পালিত

২০২৪ মে ০১ ১৮:৪৭:২৪
নড়াইলে হাইব্রিড জাতের যুবরাজ ধান কর্তন উপলক্ষে মাঠ দিবস পালিত

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রামে মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার (১ মে) বেলা ১২ টার দিকে ব্যাবিলন এগ্রো এ্যান্ড ডেইরী লিমিটেডের উদ্যোগে উপজেলার শুক্ত গ্রামের কালুখালি এলাকায় হাইব্রিড জাতের 'যুবরাজ' ধানের মাঠ দিবস পালিত হয়েছে।

মাঠ দিবস অনুষ্ঠানে ইদ্রিস ফকিরের সভাপতিত্বে ও নড়াইল জেলার মার্কেটিং অফিসার তারেক হাসান সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আবু তালহা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাবিলন এগ্রো এ্যান্ড ডেইরী লিমিটেডের দক্ষিনাঞ্চলের সেলস ম্যানেজার এস. এম জহুরুল ইসলাম, যশোর এরিয়ার আর.এস.এম মিন্টু কুমার ঘোষ, ইসরাফিল হোসেন অভয়নগর এরিয়ায় সেলস প্রোমোশন অফিসার ইসরাফিল হোসেনসহ ওই এলাকার শতাধিক কৃষক।

উপজেলার পরিবেশক মের্সাস সর্দার এন্টারপ্রাইজের প্রোপাইটর মো: মিরাজ সরদার বলেন, অন্যান্য ধানের চেয়ে 'যুবরাজ' ধানের জাত অনেক সেরা। অল্প জমিতে এর উৎপাদন অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। এজন্য দেশে এই জাতের ধানের চাহিদা অনেক বাড়ছে।

উপজেলার শুক্তগ্রাম এলাকার কৃষক তৈয়ব মুন্সি ৩৩ শতকে 'যুবরাজ' ধান চাষ করে ৩৫ মন ধান পেয়েছেন বলে তিনি জানান। ওই কৃষক মোট ১০ বিঘা জমিতে 'যুবরাজ' ধান চাষ করেছেন। যুবরাজ ধান চাষ করে ব্যাপক সাফল্য অর্জনকারী কৃষক তৈয়ব মুন্সীকে ব্যাবিলন এগ্রো এ্যান্ড ডেইরী লিমিটেডের পক্ষ থেকে একটি ব্যাবিলন স্প্রে ম্যাসিন উপহার হিসেবে প্রদান করা হয়।

(আরএম/এসপি/মে ০১, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test