E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'ফরিদপুর সদর উপজেলার জনগণ মোটরসাইকেল মার্কায় ভোট দিতে ৮ তারিখের অপেক্ষা করছে'

২০২৪ মে ০২ ১৪:৩৮:২১
'ফরিদপুর সদর উপজেলার জনগণ মোটরসাইকেল মার্কায় ভোট দিতে ৮ তারিখের অপেক্ষা করছে'

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : 'ফরিদপুর সদর উপজেলার জনগণ মোটরসাইকেল মার্কায় ভোট দিতে ৮ মে তারিখের অপেক্ষা করছে' বলে জানিয়েছেন আসন্ন ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফকির মো. বেলায়েত হোসেন। 

তিনি জানান, ফরিদপুর সদরের যে ইউনিয়নেই আমি গিয়েছি সেখানকার কৃষক-শ্রমিক-জনতা ও আপামর জণসাধারণের আন্তরিকতা ও ভালোবাসা আমাকে সত্যি মুগ্ধ করেছে। সুষ্ঠু ভোট হলে- জনগণের মার্কা মোটরসাইকেল মার্কার বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।

বেলায়েত ফকির আরও জানান, আমি ফরিদপুরের গণ মানুষের ভাই-বন্ধু-স্বজন, তাদের নিজস্ব লোক। আমার কাছে কারও আসতে কোন প্রটোকল কোনদিন লাগেনি, কোনোদিনও লাগবেও না। সবার সুখে-দুঃখে আমাকে সহজেই কাছে পাবেন। আমি সবার জন্য সর্বদাই উন্মুক্ত একজন মানুষ'।

ফরিদপুর বাসীকে উদ্দেশ্য করে তিনি আরও জানান, 'আমি আপনাদের আপন লোক, মোটরসাইকেল মার্কা আপনাদের মার্কা। এই মার্কার বিজয়ের মধ্য দিয়ে আপনাদেরই বিজয়ই সুনিশ্চিত হবে, ইনশাআল্লাহ।'

এ সময় তিনি সবাইকে তার প্রতীক মোটরসাইকেল মার্কার জয় সুনিশ্চিত করতে, ৮ মে ফরিদপুর সদর উপজেলার সকল ভোটারগণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে বিনীত আহ্বান জানান।

উল্লেখ্য, ফরিদপুর সদর উপজেলা নির্বাচনে মোট পাঁচজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাঁদের মধ্যে অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে জনমণে স্থান করে নিয়েছেন কানাইপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত জনপ্রিয় এই সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন।

(আরআর/এএস/মে ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test