E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পেড়িখালী ইউপি চেয়ারম্যান কারাগারে

২০১৪ নভেম্বর ১৮ ১৭:৪৪:০৩
পেড়িখালী ইউপি চেয়ারম্যান কারাগারে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দায়িত্বরত অবস্থায় স্কুল শিক্ষিকাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পদক রফিকুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার সকালে আলেচিত মামলায় চেয়ারম্যান বাবুল বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট নুসরাত জাহানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।

বাদী পক্ষের আইনজীবি মো. মাহফুজার রহমান ( লাহু) জানান, নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী শিক্ষিকাকে দায়িত্ব পালনকালীন সময়ে সরকারি কাজে বাধা ও ওই শিক্ষিকার শ্লীতাহানির চেষ্টা করেন পেড়িখালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল। মঙ্গলবার সকালে আসামী জামিনের জন্য আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়।


২০১৪ সালের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমে তথ্য সংগ্রহকালে রামপাল উপজেলার বড় কাটালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বেগম খাদিজা ইয়াসমিন ও তার স্বামী মোঃ রবিউল আলম খোকনকে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল মারধর করেন। এঘটনার পরদিন ভোটার তথ্য সংগ্রহকারী স্কুল শিক্ষিকা বেগম খাদিজা ইয়াসমিনের স্বামী মোঃ রবিউল আলম অভিযোগ করলে গত ১০ জুলাই রামপাল থানায় মামলা দায়ের করা হয়। এঘটনার পর নির্বাচন কমিশন গত ২৩ সেপ্টেম্বর চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুলের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়। একই সাথে রামপাল থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার অনুরোধ জানানো হয়। বাগেরহাট পুলিশ সুপারের নির্দেশে বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত করছে।

(একে/এএস/নভেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test