E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় ফেনসিডিল বহনকালে ডাক্তারসহ আটক ৩

২০১৪ নভেম্বর ১৮ ১৮:০৮:২১
কুষ্টিয়ায় ফেনসিডিল বহনকালে ডাক্তারসহ আটক ৩

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিল বহনকালে ডাক্তারসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব সদস্যরা। এসময় ফেনসিডিলসহ প্রাইভেট কার উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার হোসেনাবাদ এলাকা থেকে প্রাইভেট কার আটক করা হয়।

দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা প্রাগপুর-কুষ্টিয়া সড়কের হোনেসাবাদ বাজার এলকায় ঢাকাগামী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশী চালায়। এসময় প্রইভেট কারে থাকা ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) ডাক্তার আহনাফ করিম আসিব (৩২) ও তার দুই সহযোগী শরিফ লোকমান (৩৩) এবং মুন্নাফ (২৫) কে আটক করে। পরে প্রাইভেট কার থেকে উদ্ধার করা হয় ৭৯ বোতল ফেনসিডিল। মাদক বহনকারীরা ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন এবং তারা ঢাকার উত্তরায় থাকেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফেনসিডিলসহ আটক ৩ জনকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।

(কেকে/এএস/নভেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test