E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় বিএনপি’র আহ্বায়ক রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টির দল থেকে পদত্যাগ

২০২৪ মে ০৩ ১৭:৪৫:০৬
আগৈলঝাড়ায় বিএনপি’র আহ্বায়ক রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টির দল থেকে পদত্যাগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দলের নীতি, আদর্শ আর নেতাদের নৈতিক স্থলনজনিত কারনে বরিশালের আগৈলঝাড়ায় সংবাদ সম্মেলন করে দলের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিএনপি’র আহ্বায়ক কেএম রেজাউল ফয়েজ রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টি।

শুক্রবার সকাল ১১টায় আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত জনাকীর্ণ যৌথ সংবাদ সম্মেলনে দলের পদ থেকে পদত্যাগ করে লিখিত বক্তব্য পাঠ করেন বাগধা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কেএম রেজাউল ফয়েজ রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টি। পদত্যাগকারী নেতা রেজা বিএনপির মনোননয়ন নিয়ে বাগধা ইউনিয়ন পরিষদে চেয়ারমান পদেও নির্বাচন করেছিলেন।

সংবাদ সম্মেলন তারা অভিযোগে বলেন- বিএনপি করে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েও দলের কাছ থেকে কোন রকমের সাহায্য সহযোগীতা ও সহানভুতি না পাওয়া এমনকি হামল মামলায় শিকার হয়েও দলীয় নেতাদের খোঁজ না নেয়ার কারণে দলীয় অভিভাবক শুণ্য হয়ে তারা আজ সর্বশান্ত। দলের উপজেলা আহ্বায়ক কবির হোসেন তালুকদার দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আর সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না কখনো এলাকাতেই আসেন না। দলীয় কারণে হামলা মামলার শিকার হয়ে একাধিবার জেল হাজতে থাকলেও রাজনৈতক কোন অভিভাবকের কোন সহানুভুতি পাওয়া যায়নি। বিএনপি নেতাদের উদাসীনতা, অদক্ষতা ও নিস্কর্মা কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে পরিবার পরিজনের কথা চিন্তা করে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন তারা। এসময় পদত্যাগের কারণ উল্লেখ করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টি।

অন্য কোন দলে যোগদান করবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পদত্যাগকারী ওই দুই বিএনপি নেতা বলেন সেটা সময়ই বলে দেবে। রাজনীতি করা মানুষের জন্য; আর মানুষের খোরাক হলো রাজনীতি করা। তাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই রাজনীতির সাথে জড়িত রয়েছে। আমরাও এর ব্যাতিক্রম নয়। জন কল্যানে আদর্শর রাজনীতি করার সুযোগ পেলে ভবিষ্যতে অবশ্যই রাজনীতির সাথে যুক্ত হবো।

প্রসংগত বরিশাল জেলা উত্তর বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. সহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল ২০২৩ সালেল সালের ২৬ আগষ্ট আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপি’র ৫২সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না। কমিটি অনুমোদনের তারিখ থেকে দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে নির্দেশনাও দেয়া থাকলেও গত আট মাসেও কোন পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি উপজেলঅর পাঁচটি ইউনিয়নের আহ্বায়ক কমিটির নেতারা।

এর আগে ২০২৩ সালের ১১জানুয়ারি ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম টিটন। রাশেদুল ইসলাম টিটন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে নির্বাচন করা প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান এর ভাতিজা।

(টিবি/এএস/মে ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test