E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগরে ৪ জেলে অপহৃত, ৩ জেলে গুলিবিদ্ধ

২০১৪ নভেম্বর ১৮ ১৮:১৭:৩২
বঙ্গোপসাগরে ৪ জেলে অপহৃত, ৩ জেলে গুলিবিদ্ধ

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে জেলেদের ওপর বনদস্যূরা বেপরোয়া তাণ্ডব চালিয়েছে। এসময় বনদস্যুদের ছোড়া গুলিতে ৩ জন জেলে গুলিবিদ্ধ হয়েছে। মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে কমপক্ষে ৪ জেলেকে। সুন্দরবনের আলোরকোলে অবস্থানরত শুটকী পল্লীর জেলেরা সমুদ্রে মাছ আহরণ করে মঙ্গলবার ভোরে উপকুলে ফিরছিল।

এসময় বনদস্যু ফরহাদ-জাহাঙ্গীর বাহিনী মুক্তিপণের দাবিতে জেলেদের ট্রলারগুলোতে হামলা চালায়। এসময়ে বনদস্যুদের গুলিতে ৩ জেলে গুলিবিদ্ধ ও ৪ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় দুবলাচর ফিসারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এ খবর নিশ্চিত করেছে।

দুবলাচর ফিসারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান,‘সোমবার ভোর রাতে সমুদ্রে মাছ আহরণ করে শুটকী পল্লীতে ফেরার পথে বনদস্যু ফরহাদ-জাহাঙ্গীর বাহিনী মুক্তিপণের দাবিতে জেলেদের ট্রলারে হামলা চালায়। এক পর্যায়ে জেলেদের ট্রলারে গুলিবর্ষণ করে। এতে ৩ জন জেলে গুলিবিদ্ধ হয়। এসময় কমপক্ষে ৪জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। তবে আহত ও অপহৃত জেলেদের নাম পরিচয় জানাতে পারেনি। তিনি আরও বলেন, মোবাইলের নেটওর্য়াক না থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো: আমীর হোসাইন চৌধুরী জানান, সাগরে জেলেদের ওপর বনদস্যুদের তাণ্ডবের খবর শুনেছি। তবে যোগাযোগের অভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তারপরও আমরা খোজঁখবর নেয়া হচ্ছে বলে জানান।

বঙ্গোপসাগর উপকুল বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের দুবলাচরসহ ১১ টি শুটকী পল্লীর ২৫ হাজার জেলে-বহরদ্দারদের সারাক্ষণ তাড়িয়ে বেড়ায় বনদস্যু আতঙ্ক। বছরের পর বছর ধরে শুটকী পল্লীর জেলে বহরদ্দার জীবন মৃত্যুর মূখোমুখি হয়ে দেশের জন্য শতশত কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করলেও তাগের ভাগ্য বদলে নেয়া হয়নি কোন উদ্যোগ। প্রতি বছর অক্টোবর মাস থেকে ৫ মাস ব্যাপী চলে সুন্দরবন উপকুলে শুটকি আহরন । পূর্ব সুন্দরবন বিভাগ থেকে নির্ধারিত রাজস্ব পরিশোধ করে পাশ-পারর্মিট নিতে ডিপো মালিক, বহরদারসহ এসব জেলেরা শুটকী আহরণে যায়। বঙ্গোপসাগরসহ বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগে কমপক্ষে ১৭টি বনদস্যু বাহিনীর মুক্তিপণের দাবিতে জেলে ও বনজীবীদের অপহরণ বানিজ্যের কারনে আতংকে থাকতে হয় জেলে, বহরদার ও ডিপো মালিকদের। দুর্যোগপুর্ন আবহাওয়া মধ্যে ঝড়-জলোচ্ছ্বাস ও বনদস্যুদের উৎপাত আশংকার মধ্যেও জীবন জীবিকার তাগিদে সাগর পাড়ের চরাঞ্চালে অবস্থান নেয় এসব হত দরিদ্র জেলেরা।

(একে/এএস/নভেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test