E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়গঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বহিষ্কার

২০১৪ নভেম্বর ১৮ ১৮:২৯:৩৪
রায়গঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ দুলাল হোসেন খানকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।  মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মোকাদ্দেছ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভোটার বিহীন, প্রার্থী বিহীন ৫ জানুয়ারীর এক তরফা নির্বাচনে গঠিত জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৩ ( রায়গঞ্জ, তাড়াশ) সংসদীয় আসনের উপ-নির্বাচনে দলীয় গুরুত্বপুর্ন পদে অধিষ্ঠ থেকে আলহাজ দুলাল হোসেন খান নিজেকে প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে পত্র-পত্রিকায় প্রচার এবং গণসংযোগ শুরু করে। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দলের শৃঙ্খলা এবং নীতি ও আদর্শ সুস্পষ্ট লংঘন এবং এর দায়ে অভিযুক্ত করে রায়গঞ্জ উপজেলা বিএনপির সুপারিশের আলোকে তাকে রায়গঞ্জ উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হলো।

একই সঙ্গে বিএনপির কোন নেতা-কর্মী-সমর্থক দল থেকে বহিস্কৃত দুলাল হোসেনের উপ নির্বাচনে প্রচারণায় অংশ নিলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মোকাদ্দেস আলী বলেন, উপনির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র উত্তোলন ও প্রচারে অংশ নেয়ায় দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। যে কারনে তাকে স্থায়ী ভাবে বহিষ্কার করে পত্র দেয়া হয়েছে।

(এসএস/এএস/নভেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test