E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দ্রীয় আ.লীগ নেতাদের সামনে সমর্থনকারীকে মারধর প্রস্তাবকারীর বাসভবনে হামলা

২০১৪ নভেম্বর ১৮ ২১:২৪:৩৮
কেন্দ্রীয় আ.লীগ নেতাদের সামনে সমর্থনকারীকে মারধর প্রস্তাবকারীর বাসভবনে হামলা

বরগুনা প্রতিনিধি :নয় বছর পর গত শনিবার অনুষ্ঠিত হয়েছে বরগুনা জেলা আওয়ামীলীগের সম্মেলন।

বরগুনা বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে সম্মেলন চলাকালীন আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে সম্পাদক পদের জন্য এক সমর্থনকারীকে কেন্দ্রীয় হেবিওয়েট নেতাদের সামনেই মারধর করেছে সাবেক সাধারণ সম্পাদকের সমর্থকরা।

এদিকে ওই সম্পাদক পদের আরেক প্রস্তাবকারীর বাসভবনে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতারা।
জানাগেছে, ২য় অধিবেশন চলাকালীন সভাপতি পদে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভুর নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। ওই পদে অন্য কেউ প্রার্থী না হওয়ায় সাধারণ সম্পাদক পদের জন্য প্রস্তাব চাওয়া হয়।

সাধারণ সম্পাদক পদে প্রথমে জাহাঙ্গীর কবিরের নাম প্রস্তাব করা হয়। এরপরই জেলা সাবেক শিল্প ও সাংষ্কৃতিক সম্পাদক জিয়া উদ্দীন হিমু জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার টুকুর নাম প্রস্তাব করেন।

পৌর আওয়ামীলীগের ৬নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন প্রস্তাবের পক্ষে সমর্থন জানানোর সাথে সাথেই সেখানে উপস্থতি জাহাঙ্গীর কবিরের সমর্থকরা আনোয়ারকে এলোপাতারি কিল, ঘুষি লাথি দিয়ে লাঞ্ছত করে।

এসময় মঞ্চে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতারা চলে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাহাঙ্গীর কবিরের ছেলে ও জেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের আদনান অনিকের নেতৃত্বে, টুকুর প্রস্তাবকারী জিয়াউদ্দীন হিমু’র বাসভবনে ২য় দফায় হামলা চালায়। হামলাকারীরা এসময় জনতা ব্যাংকের সাইনবোর্ড ও ডাচ বাংলা ব্যাংকের জানালার কাচ ভাঙচুর করে।

বরগুনা জেলা আওয়ামীলীগের সদ্য বিদায়ী সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার টুকু অভিযোগ করে বলেন, ঘটনাটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত ও অনাকাংখিত। তিনি আশংকা করে বলেন, যে কোনো সময়ে আমি ও আমার বাসভবনে হামলা হতে পারে। আমি এখন অনেকটা অনিরাপদ অবস্থায় রয়েছি।

বাসভবনের সত্তাধিকারী বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যপক রফিকুল ইসলাম টুকু মুঠোফোনে অভিযোগ করে বলেন, রাজনৈতিক কারণে রাষ্ট্রায়াত্ব জনতা ব্যাংক ও ডাচবাংলা ব্যাংকে লুটপাটের চেষ্টা চালিয়েছে জাহাঙ্গীর কবিরের সমর্থকরা।

বরগুনার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপিস্থিত হয়। ঘটনাটি কারা ঘটিয়েছে, এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

(এমএইচ/এসসি/নভেম্বর১৮,২০১০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test